কাবুলের স্কুলবাড়িতে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮

0
41
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: একটি স্কুলের কাছে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়াল ৫৮ জনে। এছাড়াও আহত হয়েছেন অন্তত দেড়শো জন। রবিবার আফগানিস্তানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এমনকি চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন আহতদের চিকিৎসা দিতে।

শনিবার কাবুলে শিয়া অধ্যুষিত অঞ্চল দস্ত-ই-বার্চি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, নিহতদের মধ্যে সাত আট জন ছাড়া সকলেই ছাত্রী ছিল, যারা স্কুল শেষে বাড়ি ফিরছিল। যদিও মর্গ থেকে এখনও মৃতদেহ সংগ্রহ করা হচ্ছে। এখনও কিছু পরিবার তাদের স্বজনদের খোঁজ করছেন।

- Advertisement -

আরও পড়ুন-করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যে পৌঁছল ১ লক্ষ কোভ্যাকসিন

প্রসঙ্গত, ওয়াশিংটন গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা করার পর থেকেই কাবুলে সর্বোচ্চ সতর্কাবস্থা চলছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণার পর থেকে তালেবানরা দেশব্যাপী হামলা আরও বৃদ্ধি করেছে।

যদিও কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় শিয়াদের ওপর ইসলামিক স্টেট (আইএস) অতীতে বহুবার হামলা চালিয়েছে। বিশেষ করে শনিবারের এই হামলার অঞ্চলে আইএস এর আগে একাধিকবার হামলা করেছে।

আরও পড়ুন-বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল প্রায় ৩৩ লক্ষ

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি এই হামলার জন্য তালেবানদের দায়ী করেছেন। তবে দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করেননি তিনি। তালেবান এই হামলার নিন্দা জানিয়েছে। এর পেছনে তারা দায়ী নয় বলেও দাবি করেছে।

গনি তার বিবৃতিতে বলেন, “তালেবানরা তাদের অবৈধ যুদ্ধ ও সহিংসতা বাড়িয়ে আবারও প্রমাণ করেছে যে তারা কেবল শান্তিপূর্ণ ও মৌলিকভাবে বর্তমান সঙ্কট সমাধান করতে অনিচ্ছুকই নয়। বরং পরিস্থিতি জটিল করে তুলছে।”