ব্রিটেনের পর করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী

0
230

মস্কো: করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন৷ বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই খবরে উদ্বেগ প্রকাশ করেন এবং ভিডিও কলে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেন৷ মিখাইল তাঁকে জানান, তিনি ১৪ দিনের আইলোশনে থাকবেন৷

এদিকে মিখাইলের অবর্তমানে উপ-প্রধানমন্ত্রী অ্যান্ড্রে বেলোসোভ তাঁর দায়িত্বভার সামলাবেন৷ আইসোলেশনে থাকলেও গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত তিনিই নেবেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে প্রেসিডেন্টও সেকথা জানান৷ তিনি জানিয়েছেন, দেশের অর্থনৈতিক সংক্রান্ত পলিসি নির্ধারণের খসড়া তৈরিতে মিখাইল নিজের মত জানাতে পারবেন৷ উল্লেখ্য, এবছর জানুয়ারি মাসে মিখাইলকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয়৷

- Advertisement -

সাধারণ মানুষের পাশাপাশি নভেল করোনা ভাইরাসে কাবু হচ্ছেন সর্বোচ্চ স্তরের রাজনীতিবিদরাও৷ মার্চ মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর আইসোলশনে চলে যান৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জনসনকে পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ রাখা হয় আইসিইউ-তে৷ ক্রমশ আশঙ্কাজনক অবস্থায় চলে যান তিনি৷ যদিও পরে চিকিৎসায় সাড়া দেন৷ সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন৷ কাজেও যোগ দিতে দেখা গিয়েছে বরিস জনসনকে৷