ইউক্রেনে বাজেয়াপ্ত করা অস্ত্রসস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া, কিন্তু কেন

0
65

বিশ্বদীপ ব্যানার্জি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর অতিক্রান্ত। এই এক বছরে একাধিক চাঞ্চল্যকর মোড় এসেছে যুদ্ধে। আর এবারে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বিশিষ্ট সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, ইউক্রেন যুদ্ধে প্রতিপক্ষের যে সমস্ত অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হচ্ছে তার একটা বড় অংশ ইরানে পাঠাচ্ছে রাশিয়া।

আরও পড়ুন: ভারতে এসে হেনস্থার শিকার জাপানের তরুণী, নাবালক সহ আটক ৩

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কেন এমনটা করা হচ্ছে, স্বাভাবিকভাবেই তা নিয়ে বাড়ছে জল্পনা। গণমাধ্যমটি জানাচ্ছে, পশ্চিমা কর্মকর্তারা গত এক বছর ধরেই লক্ষ্য করছেন বেশ কয়েকবার প্রতিপক্ষের ছোট ছোট অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে রাশিয়ার সেনাবাহিনীর তরফে। এইসমস্ত অস্ত্রের মধ্যে রয়েছে বিমান ধ্বংসকারী স্টিঞ্জার এবং মার্কিন জ্যাভেলিন। এগুলি পাঠানো হচ্ছে ইরানে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশেই রয়েছে ইরান। সে কারণেই তেহেরানকে খুশি করতে পুতিন প্রশাসন বাজেয়াপ্ত করা অস্ত্রগুলি সেখানে পাঠাচ্ছে বলে মনে করছে সূত্র। ধারণা করা হচ্ছে, এই অস্ত্রগুলির যন্ত্রাংশ খুলে পরীক্ষা করতে পারে ইরান। যাতে অস্ত্রগুলির নির্মাণ কৌশল জানা সম্ভব হয়। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য বিষয়টি নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয়। যদিও তারা এও জানাচ্ছে, এ পর্যন্ত কত পরিমাণ অস্ত্র ইরানে পাঠানো হয়েছে তা নির্ধারণ করা অসম্ভব।