করাচিতে নেই দাউদ, ফের ইউ-টার্ন পাকিস্তানের

0
208
Dawood

ইসলামাবাদ: মুম্বই বিস্ফোরণে জড়িত ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা দাউদ ইব্রাহিমকে আশ্রয় দেওয়ার কথা শনিবারই স্বীকার করে নিয়েছিল পাকিস্তান৷ জানিয়েছিল, করাচির ক্লিফটন এলাকার হোয়াইট হাউসে বহাল তবিয়তে আছে সে৷ পাকিস্তানের এই স্বীকারোক্তি ভারতের কাছে ছিল বড় সাফল্য৷ কেননা এর আগে ইসলামাবাদ কখনই মানতে চায়নি যে ডি কোম্পানির বস তাদের দেশেই লুকিয়ে আছে৷

কিন্তু ওই স্বীকারোক্তির পরেও ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান৷ মিডিয়া রিপোর্টকে ভিত্তিহীন বলে জানিয়ে দেয় তারা৷ ইসলামাবাদের তরফে বলা হয়, পাকিস্তানের মাটিতে নেই দাউদ৷ তারা একবারের জন্য বলেনি যে দাউদ পাকিস্তানেই আছে৷

- Advertisement -

অথচ শনিবার জানা যায়, এফএটিএফ-এর কাছে পেশ করা তালিকায় মোট ৮৮টি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মধ্যে নাম রয়েছে দাউদ ইব্রাহিমেরও৷ পাকিস্তানে কোথায় কোথায় দাউদের সম্পত্তি আছে, তার বাড়ির ঠিকানা সব ওই তালিকায় উল্লেখ করে জমা দেয় ইমরান খানের সরকার৷ জঙ্গিদের কাছে অর্থ সরবরাহ বন্ধে তারা কী ব্যবস্থা করেছে সে ব্যাপারেও রিপোর্ট পেশ করেছে ইসলামাবাদ৷ জানিয়ে দিয়েছে, হাফিজ সইদ, মাসুদ আজহার এবং দাউদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে৷

২০১৮ সালের জুন মাস থেকে পাকিস্তান এফএটিএফের ধূসর তালিকায় রয়েছে৷ এই ধূসর তালিকা থেকে বেরনোর জন্য ৩৭ সদস্যের এফএটিএফের মধ্যে পাকিস্তানের দরকার ১৫টি ভোট৷ কিন্তু বিপক্ষে আর মাত্র চারটি ভোট পড়লেই ধূসর তালিকা থেকে সোজা কালো তালিকায় চলে যাবে পাকিস্তান৷ ভারত চায় পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হোক৷ তাতে আরও কোমর ভেঙে পড়বে পাকিস্তানের অর্থনীতির৷ আন্তর্জাতিক সংগঠনগুলির কাছ থেকে অর্থসাহায্য পাবে না পাকিস্তান৷ একমাত্র তুরস্ক, মালয়েশিয়া, চিন এবং হংকং ছাড়া পাকিস্তানকে কেউ সাহায্য করেনি৷