‘আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারিনি’, কেঁদে বললেন একনায়ক কিম জং উন

0
85

পিয়ংইয়াং: সকলের সামনে কেঁদে ফেললেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। কারণ, তাঁর মতে তিনি উত্তর কোরিয়ার দেশবাসীর জীবনের মান উন্নত করতে পারেননি। আর সেই কারণে জনগণের কাছে ক্ষমাও চাইলেন তিনি।

গত শনিবার উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেনাবাহিনী কুচকাওয়াজ করে। সেদিন কিম তাদের ধন্যবাদ দিয়ে বলেন, “সম্প্রতি উত্তর কোরিয়া ভয়ংকর ঝড়ের কবলে পড়েছিল। দুর্গত মানুষের ত্রাণে সেনাবাহিনী বড় ভূমিকা নিয়েছে। সেনাবাহিনীর জন্যই দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারেনি।“

- Advertisement -

তিনি দাবি করেন, তাঁদের দেশে একজনও করোনায় আক্রান্ত হননি। এদিন কিম বলেছেন, “করোনা অতিমহামারী ঠেকানোর জন্য তাঁদের দেশকে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। তার ওপর রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। দেশের ওপরে আছড়ে পড়েছে কয়েকটি বিধ্বংসী টাইফুন। এই বাধাগুলির জন্য সরকার প্রতিশ্রুতি রাখতে পারেনি। নাগরিকদের কল্যাণ করা সম্ভব হয়নি।  আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি যাতে দেশের মানুষ উন্নত জীবনযাপন করতে পারেন। কিন্তু আমি সফল হইনি। যদিও দেশের মানুষ বরাবরই আমার ওপরে আস্থা রেখেছেন।”