কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক, ফের তোলপাড় বিশ্বজুড়ে

0
2791

পিয়ংইয়াং: গত এপ্রিল মাসে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের মৃত্যুর খবর শুনে তোলপাড় পড়ে যায় গোটা দুনিয়ায়৷ পরে কিমের নানা ছবি জনসমক্ষে এনে সেই খবরকে গুজব বলে প্রমাণিত করে উত্তর কোরিয়া৷ আরও একবার সেই কিমের স্বাস্থ্যে নিয়ে উদ্বেগজনক খবর আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ জানা গিয়েছে, তিনি কোমায় আছেন৷ সেই কারণে তাঁর বোন কিম ইয়ো জংয়ের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে৷

সাম্প্রতিক দাবিটি করেন দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দাই জুংয়ের এক প্রাক্তন পরামর্শদাতা চাং সং মিন৷ তাঁর দাবি, গুরুতর অসুস্থতার কারণেই কিম জং উন কিছু ক্ষমতা বোনের হাতে তুলে দিয়েছেন৷ কিম বেঁচে আছেন৷ কিন্তু তিনি কোমায় আচ্ছন্ন৷ উল্লেখ্য, কিমের পরই তাঁর বোন হলেন দেশের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি৷

- Advertisement -

সোশ্যাল মিডিয়া পোস্টে চাং জানিয়েছেন, উত্তর কোরিয়ায় ক্ষমতা হস্তান্তর তখনই হয় যখন শাসককে বিদ্রোহের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়৷ অথবা তিনি যদি অসুস্থ হয়ে পড়েন কিংবা মারা যান৷ একমাত্র তখনই নিজের ক্ষমতা এঁরা অন্যের হাতে তুলে দেন৷ এটাই পরম্পরায় হয়ে আসছে৷ কিম সেই কারণেই বোনের হাতে কিছু ক্ষমতা তুলে দিয়েছেন৷ পুরোপুরি ক্ষমতা হাতবদলের পরিকল্পনা তৈরি হয়নি৷ কিন্তু টানা সময় ধরে শূন্যতা বজায় রাখা চলতে পারে না৷ তাই কিম ইয়ো জংকে তুলে ধরা হচ্ছে৷ চাং আরো জানান, এপ্রিল মাসে দীর্ঘসময় লোকচক্ষুর আড়ালে থাকার পর কিমের কিছু ছবি প্রকাশ করেছিল উত্তর কোরিয়া৷ ওই ছবিগুলি সব ফেক ছিল৷