বৈঠকে কিম জং উন, কোমায় যাওয়ার খবর উড়িয়ে দিল নয়া ছবি

0
5633

পিয়াংইয়াং: চলতি বছরেই কিম জং উনের মৃত্যুর খবর মেলে। ঠিক তারপরেই উত্তর কোরিয়ার এই স্বৈরাচারী শাসককে দেখা যায় স্বাভাবিক অবস্থাতেই। ফের জানা গিয়েছে কিমের অসুস্থতার খবর। কোমায় চলে গিয়েছেন তিনি। তবে আবারও এই শাসকের অসুস্থতা নিয়ে রহস্য তৈরি করল উত্তর কোরিয়া।

জানা গিয়েছে, তিনি কোমায় আছেন৷ সেই কারণে তাঁর বোন কিম ইয়ো জংয়ের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে৷ সাম্প্রতিক দাবিটি করেন দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দাই জুংয়ের এক প্রাক্তন পরামর্শদাতা চাং সং মিন৷ তাঁর দাবি, গুরুতর অসুস্থতার কারণেই কিম জং উন কিছু ক্ষমতা বোনের হাতে তুলে দিয়েছেন৷ কিম বেঁচে আছেন৷ কিন্তু তিনি কোমায় আছেন।

- Advertisement -

এরপরেই ফের রহস্য তৈরি করে বেশ কিছু ছবি সামনে আনল উত্তর কোরিয়া। যেখানে দেখা যাচ্ছে কিম জং উন সম্পূর্ণভাবে সুস্থ। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে, একটি বৈঠকে মুখ্য ভূমিকা পালন করতে। দেশের একটি সংবাদমাধ্যম জানায়, বুধবার কিম জং উন পলিটব্যুরোর সঙ্গে বৈঠক করেন করোনা ভাইরাস এবং টাইফুন সংক্রান্ত বিষয়ে।

কোমার খবর পেতেই কিছুদিনের মধ্যে তাঁর বৈঠকে থাকার ছবি আসলে সত্যি না মিথ্যা তা এখনও বলা যাচ্ছে না। বছর ৩৬ এর এই স্বৈরাচারী শাসকের কোমায় যাওয়ার খবর সামনে আসতেই দু’দিনের মধ্যে এই ছবি প্রকাশ করা হয়। কিন্তু এখনও বোঝা যাচ্ছে না আদতে এই ছবি বর্তমানের নাকি পুরনো কোনও ছবি। এর দ্বারা কি কিমের অসুস্থতার খবরকে আড়াল করার চেষ্টা চলছে নাকি সত্যিই কিম জং উন কোমায় যাননি। এই সমস্ত বিষয় নিয়েই ফের বিশ্ব রাজনীতিতে জল্পনার সৃষ্টি করেছে উত্তর কোরিয়া।