“যুদ্ধ নয়, যুদ্ধ হয়েছে অনেক এবার শান্তি চাই”, অনুরোধ তালিবান বিদেশ মন্ত্রকের

0
50

সুমনা কাঞ্জিলাল: দিনটা ছিল ১৫ অগাস্ট। যেদিন আফগানিস্তান দখল নিয়েছিল তালিবান। এক ভয়াবহ ঘটনার সাক্ষী ছিল আফগানবাসী। কত মানুষকে দিতে হয়েছিল প্রাণ। গৃহহীণ হয়েছিল কত শিশু-সহ নরনারী।

এবার চিত্রটা অন্য ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান ইউক্রেনের পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে এমনটাই জানানো হয়েছে আফগান বিদেশ মন্ত্রক সূত্রে। তাদের চিন্তা বাড়ছে সিভিলিয়ানদের মৃত্যু ঘিরে।

- Advertisement -

আরও পড়ুন: ভোটের শুরুতেই উত্তেজনা উত্তর দমদমে, বাম প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ

সেদিন তালিবান শাসন দেখে ভয়ে গা শিউরে উঠেছিল সাধারণ মানুষ। তবে নিজেরা কঠিন শাসন করলেও রাশিয়া ইউক্রেনের যুদ্ধে নিয়ে তাঁরা শান্ত পরিস্থিতির কথা বলেছেন। এমনকি হিংসা থেকেও দূরে থাকার বার্তা তালিবানদের। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, আমাদের এখন প্রধান চিন্তার বিষয় যে, রাশিয়া আক্রমণের পরে নিহত ও বাস্তুচ্যুত হচ্ছে তাদের নিয়ে। তিনি রুশ আক্রমণকে মোটেই সমর্থন করেন না। শান্তিপূর্ণ ভাবে আলোচনার মাধ্যমে সমাধানের কথাই তিনি জানালেন।

আরও পড়ুন: সকাল থেকেই EVM বিভ্রাট, একাধিক জায়গায় শুরু হয়নি ভোটগ্রহণ

উল্লেখ্য ইউক্রেনের পরিস্থিতির কথা মোদীকে জানান পুতিন। তবে, ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে কঠিন সংঘাতের সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে মিটবে বলে রুশ প্রেসিডেন্টের কাছে আশা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পরিস্থিতির দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।