৩০টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

0
82

খাস খবর ডেস্ক: ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আফ্রিকার বাইরে মোট ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন ধরণের ভাইরাসটি। আক্রান্ত এখনও পর্যন্ত ৫৫০।

আরও পড়ুন: টেক্সাসের স্কুলে বন্দুক হামলার পর ফের গুলি চলল আমেরিকায়, নিহত একাধিক

- Advertisement -

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা রোসামুদ লিউইস-ও এক সাংবাদিক একই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, “এখন আমরা সত্যিই ভিন্ন ছবি দেখতে পাচ্ছি। খুব কম সময়ের মধ্যে মাঙ্কি পক্স রোগি শনাক্ত হওয়ার সব ঘটনাই দেখতে পাচ্ছি।”

মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব প্রথম দেখা গিয়েছিল ১৯৭০ সালে। সাধারণতঃ মধ্য এবং পশ্চিম আফ্রিকার দেশগুলিতেই এর প্রকোপ দেখতে পাওয়া যায়। তবে এখন আফ্রিকার বাইরে-ও ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। এমনকি, তাঁদের আফ্রিকা ভ্রমণের সাম্প্রতিক ইতিহাস নেই, তাঁরাও কেউ কেউ আক্রান্ত হয়েছেন এই রোগে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিকে বৃহস্পতিবার মাঙ্কি পক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মহাপরিচালক ইফেদায়ো অ্যাডেটিফা। তাঁর কথায়, “নাইজেরিয়ায় গত ২০১৭ থেকে মাঙ্কি পক্সের বাড়বাড়ন্ত। এখনও পর্যন্ত সেখানে ৬০০ জন সন্দেহভাজন এবং ২৫০ রোগি শনাক্ত হয়েছে।”