২০২৩’এ ইউক্রেন দখল করবে পোল্যান্ড, বদলাবে ভৌগলিক চিত্র, ভবিষ্যদ্বাণী নিরাপত্তা পরিষদের শীর্ষকর্তার

0
105

খাস ডেস্ক: নতুন বছর শুরু হওয়ার আগে সামনে এল আগামী বছর অর্থাৎ ২০২৩’এর ভবিষ্যদ্বাণী। সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেডভেডেভ একটি অনুষ্ঠানে আগামী বছরে ঘটতে পারে এমন কিছু অনুমান করেছেন। তাঁর ভবিষ্যদ্বাণীকে কেন্দ্র করেই শোরগোল পড়েছে। টুইটের মাধ্যমে নিজের অনুমান প্রকাশ্যে এনেছেন এই রুশ কর্মকর্তা।

আরও পড়ুন: Horoscope: অমঙ্গল যোগের সম্ভাবনা এই সাত রাশি জাতকের, জানুন মঙ্গলবারের রাশিফল 

- Advertisement -

তাঁর অনুমান অনুসারে, মেডভেডেভ চতুর্থ সাম্রাজ্যের উৎপত্তি হবে। পোল্যান্ড এবং হাঙ্গেরি ইউক্রেন পশ্চিম ভাগ দখল করবে। পোল্যান্ড, চেকিয়া, স্লোভাকিয়া কিয়েভ প্রজাতন্ত্র এবং অন্যান্য বহিষ্কৃত দেশগুলি সহ জার্মানির কিছু অংশ নিয়ে চতুর্থ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে।

দ্বিতীয়ত, নবগঠিত চতুর্থ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নামতে পারে ফ্রান্স। এই প্রক্রিয়ায় ভাগ হবে ইউরোপ এবং পুনরায় বিভক্ত হবে পোল্যান্ড। উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি আরও দাবি করেন, ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হবে ব্রিটেন যার ফলে ইইউ’তে ভাঙন দেখা যাবে। বন্ধ হয়ে যাবে ইউরো মুদ্রার ব্যবহার।

আগামী বছরের ভবিষ্যদ্বাণী করতে গিয়েই মেডভেডেভ দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যালিফোর্নিয়ার মধ্যেই গৃহযুদ্ধ শুরু হবে যার ফলস্বরূপ টেক্সাস একটি স্বাধীন রাজ্যে পরিণত হবে।

এই রাশিয়ান কর্মকর্তার ভবিষ্যদ্বাণী থেকে বাদ পড়েননি টুইটারের মালিক এলন মাস্ক। মেডভেডেভ জানিয়েছেন, ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে মাস্কের।

একইসঙ্গে প্রতি ব্যারেল তেলের দাম বাড়বে এবং গ্যাসের দামও বৃদ্ধি পাবে বলে অনুমান করেছেন দিমিত্রি মেডভেডেভ।