ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, জারি সুনামি সতর্কতা

0
780

খাস খবর ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। যার কারণে জারি করা হল সুনামির সতর্কতা। যুদ্ধকালীন তৎপরতায় আসরে নেমেছে প্রশাসন।

আরও পড়ুন- আন্তর্জাতিক আইন অমান্য, পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াতে জোর উত্তর কোরিয়ার

- Advertisement -

ঘটনাতি ঘটেছে নিউজিল্যান্ডে। ওই দেশের অকলন্যাড এলাকায় ঘটে যাওয়া ভূমিকম্প ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র দেশ জুড়ে। সেই সঙ্গে সুনামির সতর্কতা দোসর হওয়ার উদ্বিগ্ন স্থানীয় মানুষ থেকে শুরু করে প্রশাসন।

আরও পড়ুন- বিজেপিতে যাওয়া নেতাদের লেজ তৃণমূলেই আছে, দাবি অরূপের

জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে ভূমিকম্প অনুভূত হয় অকল্যান্ড এলাকায়। রিখতার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৭.৩। এই তীব ভূমিকম্পের কারণে বহুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- চার যুবকের সঙ্গে সম্পর্ক, লটারি করে কিশোরীর বিয়ে দিল পঞ্চায়েত

আরও বড় বিষয় হচ্ছে ভূমিকম্প হওয়ার অল্প সময় পরেই ওই এলাকায় অনুভূত হয় আফটার শক। সেই কম্পনের তীব্রতাও কিছু কম ছিল না। রিখটার স্কেল অনুযায়ী দ্বিতীয়বার সেই কম্পের মাত্রা ছিল ৬.৯। এমনই জানিয়েছেন আন্তর্জাতিক ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস। ওই সংস্থার মতে ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূপৃষ্ঠ থেকে এত কাছে উৎসস্থল হওয়ার কারণেই অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আর সেই সুনামির রেশ ছড়িয়ে পড়তে পারে সুবিশাল এলাকা জুড়ে। বিশেষজ্ঞদের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে যে উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে সুনামি আছড়ে পড়তে পারে। যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।