করোনার ভয়াবহতা তুঙ্গে, মৃত্যুর সংখ্যা ১৮৭০

0
147

বেজিং: করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নতুন তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৭০। সোমবার মাঝরাতে চিনের হুবেই শহরে মৃত্যু হল আরও ৯৩ জনের। মঙ্গলবার সকালে এই রিপোর্ট পেশ করা হয়েছে চিনের স্বাস্থ্য দপ্তর থেকে।

বর্তমানে হুবেই প্রদেশ থেকে কমপক্ষে ১,৮০৭ জনের মৃত্যুর খবর প্রথমে পাওয়া গেলেও, সোমবার স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় মোট ১৮৭০ জন মারা গেছেন করোনাভাইরাসে।

- Advertisement -

ডিসেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়েছিল হুবেইয়ের রাজধানী উহান শহরে কমপক্ষে ১১,৭৪১ জন আক্রান্ত এই ভাইরাসে। বর্তমানে সারা পৃথিবীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৪৩৬।

মঙ্গলবার বেজিং-ভিত্তিক একটি আর্থিক ও সংবাদমাধ্যম সংস্থা জানিয়েছে, প্রায় ৩০০০-এর বেশি চিনা স্বাস্থ্যসেবা কর্মীরা ইতিমধ্যে করোনাভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছে। যার মধ্যে ১৬৮৮ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

চিনের বাইরে এই মুহূর্তে আরও ২৫টি দেশে প্রায় ৮০০-এর বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা বিশেষজ্ঞদের একটি দল সোমবার থেকে বেজিং, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম চিনের গুয়াংডং এবং সিচুয়ান প্রদেশে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের গৃহীত পদক্ষেপগুলি মূল্যায়ন করতে সেখানে যাবে। তবে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডাব্লুএইচও-এর দলের ভ্রমণপথের অংশ হিসাবে উহান বা হুবেইয়ের কথা উল্লেখ করেনি।

‘নিউ করোনাভাইরাস নিউমোনিয়ার এপিডেমিওলজিকাল ফিচারস অ্যানালাইসিস’ শীর্ষক এই গবেষণায় দেখা গেছে যে, এই ভাইরাসটি সারস(এসএআরএস) এবং মার্স(এমআরএস) উভয়ের চেয়ে অনেক বেশি সংক্রামক।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লুএইচও) প্রধান জানিয়েছেন, চিনের চিকিৎসার তথ্য থেকে দেখা গেছে যে ৮০ শতাংশেরও বেশি রোগীর হালকা লক্ষণ রয়েছে এবং তারা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এখনও পর্যন্ত ১৪ শতাংশ নিউমোনিয়ার মতো গুরুতর জটিলতায় ভুগছেন, ৫ শতাংশের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় এবং ২ শতাংশ মানুষ এই ভাইরাসে মারা গেছে।