বজরংবলী হনুমান নয়, আগুন লাগাচ্ছে মা ষষ্ঠীর বাহন, সমীক্ষায় উঠে এল আজব তথ্য

0
189

খাস খবর ডেস্ক: লঙ্কা কে পুড়িয়েছিলেন? কে আবার!— বজরংবলী হনুমান। কিন্তু দক্ষিণ কোরিয়ায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল সিওলের দমকল বিভাগ। সেই সমীক্ষা শেষে তারা জানাচ্ছে, গত দু বছরে প্রায় শতাধিক বাড়ীতে অগ্নিকাণ্ড ঘটেছে। আর এর জন্য দায়ী মা ষষ্ঠীর বাহন। অর্থাৎ বিড়াল।

আরও পড়ুন: ভূতের মুখে রামনাম, পারমাণবিক অস্ত্রের পরিবর্তে জনকল্যাণ চাইলেন কিম জং

- Advertisement -

হতভম্ব হয়ে গেলেন? তাহলে এর পরের তথ্য আপনার চোখ কপালে তুলে দেবে। সিওলের দমকল কর্তৃপক্ষ ধারণা করছে, রান্নাঘরের ইলেকট্রিক ওভেনের সুইচ টিপছে পোষা বিড়াল। আর তা থেকেই ঘটছে অগ্নিকাণ্ড। দমকলের জনৈক কর্মকর্তা চুং গিয়ো চুল তাই পোষা বিড়ালদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলছেন পৌষ্যের মালিকদের।

তথ্য অনুযায়ী, ২০১৯ য়ের জানুয়ারি থেকে ২০২১ য়ের নভেম্বর পর্যন্ত মোট ১০৭টি বাড়ীতে আগুন লাগিয়েছে বিড়াল। যার মধ্যে ২০১৯ য়ের সেপ্টেম্বর পর্যন্ত-ই সংখ্যাটি ৩১। যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়, এই ১০৭টি ঘটনার অর্ধেক ক্ষেত্রেই পোষ্যের মালিক বাড়ীতে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন: ফিলিপাইনে তাণ্ডব টাইফুন ‘রাই’য়ের, মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

ফলতঃ দমকল পরামর্শ দিচ্ছে, রান্নাঘরে গ্যাস ওভেনের আশেপাশে যেন পেপার টাওয়েলের মত কোনও দাহ্যবস্তু না রাখা হয়। এছাড়া আগুনের ঝুঁকি এড়াতে ব্যবহার করা হোক স্বয়ংক্রিয় লক আছে, এমন ওভেন। শুধু দক্ষিণ কোরিয়া-তেই নয়। আমেরিকার চিত্রটাও এমনই। আমেরিকান হিউম্যান অ্যাসোসিয়েশন জানাচ্ছে, প্রতিবছর পোষা প্রাণী’র জন্য প্রায় ১০০০ বাড়ীতে আগুন লাগে।