জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানকে বড় ঝটকা দিল বাইডেন প্রশাসন

0
585

আন্তর্জাতিক: আমেরিকায় ট্রাম্প শাসন অবসানের পর পাকিস্তানের শেষ আশা ছিল ভারতের জম্মু কাশ্মীর নিয়ে বদল আসবে। কিন্তু সে আশায়ও কার্যত জল ঢেলে দিল বাইডেন প্রশাসন। চীনকে মোক্ষম জবাব দেবার পর এবার পাকিস্তানকে বড়োসড়ো ঝটকা দিলেন জো বাইডেন। ভারতের পাশে দাঁড়িয়ে বাইডেন জানালেন, কাশ্মীর নিয়ে তাদের নীতিতে কোনও বদল আসবে না।

জো বাইডেন বলেন, ‘আমি স্পষ্ট বলে দিতে চাই জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে আমেরিকার কোনও বদল আসবেনা’। ভারতের জম্মু-কাশ্মীরে ফোর-জি পরিষেবা বহাল হওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানকার বাসিন্দাদের জন্য। জম্মু-কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট পরিষেবা বহালের পর আমেরিকান বিদেশ মন্ত্রণালয়ের টুইটে জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ রূপে স্বীকৃতি দেওয়া হয়েছে।

- Advertisement -

প্রসঙ্গত, আমেরিকার বিদেশ মন্ত্রণালয়ের দক্ষিণ এবং মধ্য এশিয়া ব্যুরো জম্মু-কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট পরিষেবা বহালে সিদ্ধান্তকে আগেই স্বাগত জানিয়েছিলেন।