চিন থেকে আর কোনও বিমান ঢুকবে না আমেরিকায়, নয়া সিদ্ধান্ত ট্রাম্পের

0
267

ওয়াশিংটন: চিন থেকে আসা কোনও বিমানকেই মার্কিন মুলুকের মাটি ছুঁতে দিতে চাইছেন না ডোনাল্ড ট্রাম্প। আপাতত চিনের কোনও বিমানকেই আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না বলে বুধবার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৬ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। ওই দিন থেকে কোনও চিনা এয়ারলাইন্সের বিমান বাইরে থেকে আমেরিকায় প্রবেশ করতে পারবে না। বা আমেরিকা থেকে বাইরে উড়ান নিতে পারবে না।

বুধবার মার্কিন পরিবহণ দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, মার্কিন এয়ারলাইন্সগুলি ১ জুন থেকে চিনে তাদের পরিষেবা শুরু করার জন্য অনুমতি চেয়েছিল। কিন্তু বেজিং সেই অনুমতি দেয়নি। যা দ্বিপাক্ষিক বিমান পরিবহণ চুক্তিকে লঙ্ঘন করেছে। তাই ১৬ জুন থেকে আমেরিকায় চিনা বিমানসংস্থাগুলির পরিষেবার উপরে স্থগিতাদেশ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে তা আরও আগে থেকে শুরু হয়ে যেতে পারে।

- Advertisement -

মূলত বেজিং-এর ওপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। করোনা ভাইরাসের জেরে আমেরিকা-চিনের সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। দুজনের মধ্যে সম্পর্ক তলানিতে যাচ্ছে। এরই মধ্যে মার্কিন বিমান দেশে ঢোকা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বেজিং। তার ফল স্বরূপ এই চিন্তা ভাবনা মার্কিন প্রসাশনের, মত বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, অতি মহামারী শুরু হওয়ার পরেও চিনা বিমানসংস্থাগুলি যাত্রী ও পণ্যবাহী বিমান পরিষেবা চালিয়েছে আমেরিকায়। কিন্তু বেজিং মার্কিন সংস্থাগুলির পরিষেবা চিনে বন্ধ রেখেছিল। তার বড় কারণ হল, আমেরিকায় সংক্রমণ বেশি হারে ছড়িয়েছে।

সম্প্রতি দুই মার্কিন বিমান সংস্থা ডেল্টা এয়ার এবং ইউনাইটেড এয়ারলাইন্স চিনে পরিষেবা শুরু করার ব্যাপারে অনুমতি চায়। কিন্তু সম্মতি দেয়নি চিন।

হোয়াইট হাউস এবং ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।  অন্যদিকে, ওয়াশিংটনে চিনা দূতাবাসও এব্যাপারে মুখ খোলেনি।