ভ্রমণবিলাসীদের জন্য জবর খবর, ৫ লক্ষ টিকিট বিনামূল্যে দেবে এই দেশ, যাবেন নাকি

0
183

বিশ্বদীপ ব্যানার্জি: যারা ভ্রমণ ভালবাসেন, তাঁদের জন্য এক দারুণ খবর। পর্যটকদের ৫ লক্ষ টিকিট বিনামূল্যে দেওয়া হবে। এমনটাই সম্প্রতি ঘোষণা করেছে হংকং প্রশাসন। অর্থাৎ আপনিও হয়ে যেতে পারেন সেই ৫ লক্ষ ভাগ্যবানের একজন, যারা সম্পূর্ণ বিনামূল্যে হংকং ভ্রমণ করতে পারবেন।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চাইলে ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করতে পারি, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

- Advertisement -

চিনের অন্যতম বড় প্রশাসনিক অঞ্চল এই হংকং। করোনা ভাইরাসের জেরে যেখানকার পর্যটন শিল্প ব্যাপক মার খেয়েছিল। শিল্পটিকে পুনরায় চাঙ্গা করতেই এয়ারলাইন্সের ৫ লক্ষ টিকিট বিনামূল্যে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। উদ্যোগটির নাম, ‘হ্যালো হংকং’। বৃহস্পতিবার যার ঘোষণা করা হল।

যদিও টিকিট এখনই বিতরণ করা হচ্ছে না। তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে সারা বিশ্বের ৫ লক্ষ মানুষকে বিনামূল্যে টিকিট বিতরণ করা হবে আগামী মার্চ মাস থেকে। এই তিনটি এয়ারলাইন্স যথাক্রমে ক্যাথে প্যাসিফিক, এইচকে এক্সপ্রেস এবং হংকং এয়ারলাইন্স।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষজন টিকিট পাবেন আগামী ১ মার্চ থেকে। এরপর চিনের মূল ভূখণ্ডের নাগরিকরা টিকিট পাবেন ১ এপ্রিল থেকে। আর সবশেষে ১ মে থেকে টিকিট বিতরণ করা হবে বিশ্বের বাদবাকি দেশের নাগরিকদের। তবে শুধু বিনামূল্যে টিকিট বিতরণ-ই নয়। জানা যাচ্ছে, বিশ্বের কাছে হংকংয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে, সেইসঙ্গে পর্যটক ফেরাতে মোট ২০০টি উদ্যোগ নেওয়া হয়েছে।