পশ্চিমের অবিবেচক পদক্ষেপে এক চূড়ান্ত খাদ্য সংকটের মুখোমুখি গোটা বিশ্ব

0
90

খাস খবর ডেস্ক: পশ্চিমা দুনিয়ার জন্য গোটা বিশ্ব এক চূড়ান্ত সংকটের মুখোমুখি। গোটা বিশ্বে দেখা দিয়েছে এক বিরাট খাদ্য সংকট। এর নেপথ্যে রয়েছে পশ্চিমা দুনিয়ার অবিবেচক সিদ্ধান্ত। এমনটাই দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ।

আরও পড়ুন: যৌন মিলনে ছড়িয়ে পড়ছে ভয়ানক মাঙ্কি পক্স, হুঁশিয়ারি গবেষকদের

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

১৮ মে, বুধবার এই কথা বলেন আন্তোনভ। যার উদ্ধৃতি দিয়েছে দূতাবাসের প্রেস সার্ভিস। এই উদ্ধৃতিতে বলা হয়েছে, “বিশ্ব অর্থনীতিতে পশ্চিমা শক্তিগুলির সম্মিলিত অবিবেচক পদক্ষেপের কারণে গত কয়েক বছরে খাদ্য সংকট শুরু হয়। এরপর কোভিড অতিমারীর জেরে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থাৎ ইউক্রেনে রুশ অভিযানের অনেক আগে থেকে এ সংকটের শুরু হয়ে গিয়েছে।”

অর্থাৎ আরও একবার সকল সমস্যার দায় পশ্চিমা দুনিয়া তথা আমেরিকার ঘাড়েই চাপাচ্ছে রাশিয়া। ইতিপূর্বে জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস বিশ্বে খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করেছেন। তাঁর কথায়, “রাশিয়া আর বেলারুশের সার এবং ইউক্রেনের শস্য ছাড়া বিশ্ব খাদ্য সংকট সম্পূর্ণ মোকাবিলা অসম্ভব।”