ফের উত্তপ্ত পাক-আফগান সীমান্ত, জঙ্গিদের গুলিতে নিহত ৫ পাক সেনা

0
606

খাস খবর ডেস্ক: পাক-আফগান সীমান্তে হিংসা অব্যহত। এবার আফগানিস্তান সীমান্ত থেকে ছোঁড়া গুলিতে নিহত হলেন পাঁচজন পাক সেনা। যারা সে মুহূর্তে সীমান্তের সেনা চৌকিতে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: ৭০ শতাংশ প্রস্তুতি সারা পুতিনের, যেকোনও দিন ইউক্রেন আক্রমণের শঙ্কা করছে যুক্তরাষ্ট্র

- Advertisement -

রবিবার এই খবরটি প্রকাশ্যে এনেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা ISPR। একটি বিবৃতিতে তারা জানায়, ঘটনাটি ঘটেছে কুররাম জেলায়। সেখানে সীমান্তের ওপারে আফগানিস্তানের অভ্যন্তর থেকে জঙ্গিরা পাক সেনাবাহিনীর ওপর অতর্কিত গুলি চালিয়েছে।

এরপরই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তালিবান সরকারকে সীমান্তে সন্ত্রাস বন্ধ করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। বলা হয়, “পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের জন্য আফগানিস্তানের মাটি করার কঠোর নিন্দা জানাই আমরা। আশা করি, ভবিষ্যতে এ ধরণের কার্যকলাপ তালিবান গোষ্ঠী প্রশ্রয় দেবে না।”

আরও পড়ুন: কমিউনিস্ট পার্টির স্বরূপ প্রকাশ পাচ্ছে, চিন আর রাশিয়ার সম্পর্ক নিয়ে কটাক্ষ তাইপের

এই হামলার কারণে প্রভূত ক্ষয়ক্ষতির সন্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছে পাক সেনাদল। যদিও তার সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। কারণ, আফগান সীমান্ত দুর্গম এবং সংবাদমাধ্যমের সেখানে যাওয়ার সীমাবদ্ধতা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে তেহেরিক-ই-তালিবান জঙ্গিরা এ হামলা চালিয়ে থাকতে পারে।