পারমানবিক অস্ত্র প্রযুক্তি চুরি করতে গিয়ে ধৃত পাঁচ পাকিস্তানি

0
187

ওয়াশিংটন: চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পাঁচ পাকিস্তানি। আমেরিকা যুক্তরাষ্ট্রের পারমানবিক অস্ত্র এবং ক্ষেপনাস্ত্র প্রযুক্তি চুরির সময়েই তাদের পাকরাও করা হয়। ধৃত সকলেই আন্তর্জাতিক স্তরের ব্যবসায়ী।

আমেরিকা প্রশাসনের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ধৃত পাঁচ ব্যক্তি হলেন কামরান ওয়ালি, মহম্মদ এহসান ওয়ালি, হাজি ওয়ালি মহম্মদ শেখ, আশরাফ খান এবং আহমেদ ওয়াহিদ। এরা সকলেই জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক। যদিও কামরান ছাড়া বাকি সকলেই এখন আর পাকিস্তানে থাকে না। আশরফ হংকং এবং ওয়াহিদ ইংল্যান্ডে থাকে। এহসান ও হাজি কানাডায় থাকে।

- Advertisement -

ধৃত ওই পাঁচ ব্যক্তি ‘বিজনেস ওয়ার্ল্ড’ নামের একটি পাক সংস্থার কর্তা। ওই সংস্থার সদর দফতর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। ধৃতেরা একটি আন্তর্জাতিক চক্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে পাকিস্তানকে প্রযুক্তি সরবারহ করে থাকে। ধৃত এই পাঁচ ব্যক্তির এই কীর্তির কারণে পাক-আমেরিকা অস্ত্রচুক্তির লঙ্ঘন ঘটেছে বলে দাবি করেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারি অ্যাটর্নি জেনারেল জন সি ডেমার্স। বিবৃতি প্রকাশ করে তিনি বলেছেন, “অভিযুক্তরা আমেরিকার এমন জিনিস চোরাচালান করেছেন, যা পাকিস্তানের সঙ্গে আমেরিকার অস্ত্র চুক্তির পক্ষে বিপজ্জনক।”

ধৃতদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকনমিক পাওয়ার আইনে ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের হয়েছে। অন্যদিকে আমেরিকার মাটিতে পারমানবিক অস্ত্র প্রযুক্তি চুরির অভিযোগে পাঁচ পাক ব্যবসায়ীর গ্রেফতারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। উদ্বেগ বেড়েছে দক্ষিণ এশিয়ার পাকিস্তানের পড়শি সকল রাষ্ট্রের। যে তালিকায় শীর্ষে রয়েছে ভারতের নাম। সমগ্র ভারতীয় উপমহাদেশের কাছে এই ঘটনা খুবই উদ্বেগের বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ওয়াশিংটন।