রক্ষকই ভক্ষক, চিনের এক স্কুলে নিরাপত্তারক্ষীর হামলায় আহত ৩৯

0
169

ওয়াংফু: ক্লাস চলাকালীন পড়ুয়া ও শিক্ষকের উপর ছুরি দিয়ে এলোপাথারি ভাবে হামালা চালানো হল চিনে। বৃহস্পতিবার এমনটাই ঘটেছে চিনের ওয়াংফুর একটি স্কুলে।

পুলিশ জানিয়েছে, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। তবে স্কুলের নিরাপত্তারক্ষীই আচমকা হামলা চালিয়েছে। চিনের সংবাদ মাধ্যম সূত্রে খবর, সন্দেহ করা হচ্ছে  এই নিরাপত্তারক্ষীর নাম লিং শাওমিন। বয়স ৫০। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্ত নিরাপত্তারক্ষীর ব্যক্তিগত আক্রোশ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

- Advertisement -

প্রাণহানি না হলেও গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন ৩৯ জন পড়ুয়া এবং শিক্ষক। আহতদের মধ্যে স্কুলের প্রধান, একজন পড়ুয়া এবং আরেকজন নিরাপত্তারক্ষীর অবস্থা আশঙ্কাজনক।

এক সংবাদসংস্থা সূত্রে জানাগিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ দক্ষিণ চিনের স্বশাসিত গুয়াংজি ঝুয়াং অঞ্চলের একটি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৮টি অ্যাম্বুল্যান্স। আহতদের তৎক্ষনাত উঝাউ শহরের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে

এই বিষয় স্থানীয় ওয়াংফু প্রশাসন জানিয়েছে,  স্কুলে এই হামলায় ৩৭ জন পড়ুয়া এবং দু’জন বয়স্ক মানুষ আহত হয়েছেন। তবে কী কারণে এই হামলা, তা এখনও জানা যায়নি।

চিনে অবশ্য এই ধরণের হামলার ঘটনা প্রায়ই দেখা যায়। এর আগে ২০১৮ সালে অক্টোবরে পশ্চিম চিনের চোংকুইন শহরের কিন্ডারগার্টেন স্কুলে এমন ভাবেই ছুরি নিয়ে হামলা চালান এক মহিলা। তাতে আহত হয়েছিল ১৪ জন পড়ুয়া। তার আগে ২০১০ সালেও স্কুলে একাধিক হামলায় কমপক্ষে ২০ জন জখম হয়েছিলেন।