বাড়ি বসে একটা ফোনকলের মাধ্যমেই পেয়ে যাবেন পুরীর ভোগ, জানুন কিভাবে

0
168
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: আজ থেকে শুরু পুরীর রথযাত্রা। মহামারীর জেড়ে প্রায় দু’বছর ধরে পুরীর রথ যাত্রায় অংশ নিতে পারেন না বহু মানুষ। তবে এবার বাড়ি বসেই সবাই পুরীর সুস্বাদু রথ যাত্রার প্রসাদ খেতে পারবেন।

রথের সময়ে পুরীতে যেতে অনেক বাঙালি পছন্দ করেন। রথের সময় প্রচন্ড পরিমানে ভিড় ও হয় সেখানে। বেশ ধুমধাম করে রথযাত্রা পালন করা হয় উড়িষ্যার পুরীতে। রথযাত্রার অন্যতম আকর্ষণ সুস্বাদু ভোগ, খাস্তা গজা।

- Advertisement -

তবে এবছর আর করোনার কারণে বাঙালির কোনও পরিকল্পনাই বাতিল হবে না। বাড়ি বসে একটা ফোন কলের মাধ্যমে পেয়ে যাবেন পুরীর সুস্বাদু ভোগ। খুব সহজ উপায়ে ফোন বা হোয়াটসঅ্যাপে অর্ডার করলেই বাড়িতে চলে আসবে।

প্রতীকী ছবি

ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর গুলি হল যথাক্রমে, 6290255859, 8170887798, 9163123556 । এছাড়াও অর্ডার করার সময় হল, সোজা রথ ও উল্টো রথের দিন বাদে যেকোনো দিন। তবে মাথায় রাখতে হবে দুপুরের খাবারের জন্য ঠিক তার আগের দিন রাতে ১০টার মধ্যে অর্ডার করতে হবে। আর যদি রাতের খাবার চান তাহলে সেই দিন দুপুর ১টার মধ্যে অর্ডার করতে হবে।

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, পুরীর সুস্বাদু ভোগের মেনুতে থাকবে, খিচুড়ি, ডালমা, লুচি, পটল রসা ও পাঁপড় ভাজায়। একইসঙ্গে থাকবে সুস্বাদু গজা, রসবালি, ছানাপোড়ার মতো মিষ্টি।

মাত্র ২৭৫ টাকায় আপনি বাড়ি বসে পেয়ে যাবেন পুরীর ভোগ। তবে ডানলপ থেকে দমদম বিমানবন্দরের ১ নং গেট পর্যন্ত এলাকার বাসিন্দারা এই সুবর্ণ সুযোগ পাবেন। এছাড়াও গড়িয়ার কামালগাজি মোড় থেকে ঠাকুরপুকুর ও নবান্নের নিকটবর্তী এলাকায়ও মিলবে এই পরিষেবা।