মহার্ঘ পেট্রল, উল্টোপথে হাঁটছে ডিজেলের দাম

0
46

কলকাতা: লাগাতার দুদিনব্যপী শাসকদল অবস্থান বিক্ষোভ দেখানোর পরও অপরিবর্তিত পেট্রোলের দাম। অন্যদিকে, সামান্য কমল ডিজেলের মূল্য।

রবিবার অপরিবর্তিত ছিল পেট্রোপণ্যের মূল্য। আজ, সোমবার, লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ৩৫ পয়সা। অন্যদিকে, লিটারপ্রতি ১৬ পয়সা কমে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯২ টাকা ৮১ পয়সা।

- Advertisement -

আরও পড়ুন: করোনাকালে ত্রাতার ভূমিকায় ‘সভাচ’

করোনা আবহে বহু মানুষের কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। । তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, একটা স্তরে সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা। তাঁদের মতে, এটা জরুরি পণ্য। এর সঙ্গে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রণ করা উচিত। জিএসটি আওতায় আনা উচিত।

আরও পড়ুন: বাড়ি বসে একটা ফোনকলের মাধ্যমেই পেয়ে যাবেন পুরীর ভোগ, জানুন কিভাবে

ইতিমধ্যেই তেলের দামের বোঝা বাজারের কাঁধে চাপতে শুরু করেছে। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় এর প্রভাব পড়ছে বাজারে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির আগুন দামে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। খুচরো বাজারের বিভিন্ন পণ্যের দামও ঊর্ধ্বমুখী। এই সাঁড়াশি চাপে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা।

এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে অবিজেপি দলগুলি। জ্বালানির এই মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। রবিবার পথে নেমে প্রতিবাদ দেখায় শাসকদল।