ওভারব্রিজে বিদ্যুতের কাজ চলাকালীন আহত কর্মী

0
30

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: চলছে সাঁতরাগাছি ওভারব্রিজ সংস্কারের কাজ৷ আর এই কাজ চলাকালীন ঘটে গেলে বিপত্তি৷ মঙ্গলবার সকালে বৈদ্যুতিক কাজ চলাকালীন আহত হন এক ইলেকট্রিশিয়ন৷ আহত কর্মীর (Worker) নাম নিরঞ্জন দাস (৫২)৷ আহত কর্মীকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে৷ বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন৷

আরও পড়ুন: রাশি অনুযায়ী কেমন কাটবে দিন, জানুন রাশিফল

- Advertisement -

জানা গিয়েছে, মঙ্গলবার সাঁতরাগাছি ওভারব্রিজে ইলেকট্রিকের কাজ চলছিল৷ এদিন লাইট খোলার কাজ চলছিল৷ সেই কাজ নির্বিঘ্নে শেষ হলেও ইলেকট্রিকের তার খুলে পড়ে বিপত্তি ঘটে৷ ঘটনায় আহত হন নিরঞ্জন বাবু৷ তিনি জগাছার জিআইপি কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে৷ কাজ চলার সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তাই বড়ো কোনও বিপদ ঘটেনি।

আরও পড়ুন: সপ্তাহের দ্বিতীয় কমল সবজির দাম, দেখে নিন বাজারদর

উল্লেখ্য, বন্ধ সাঁতরাগাছি সেতুর একদিক। সাঁতরাগাছি রেলওয়ে ওভারব্রিজের সংস্কারের কাজ শুরু হয়েছে। সেতুর সংস্কারের জন্য আগামী প্রায় দেড় মাস যান নিয়ন্ত্রণ করা হবে হাওড়ার গুরুত্বপূর্ণ সাঁতরাগাছি সেতুতে। গোটা ডিসেম্বর পর্যন্ত প্রায় দেড় মাস চলবে এই কাজ।

আরও পড়ুন: বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১৮ টি দোকান

রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রিজের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জানা গিয়েছে, সাঁতরাগাছি সেতুর ২১টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেগুলোর সংস্কার করা হবে। এর আগে ২০১৬ সালে সেতুর অন্য লেনের এক্সটেনশন জয়েন্ট সরানো হলেও কলকাতামুখী লেনের কাজ হয়নি।

আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি, ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে নষ্ট হবে শীতের আমেজ

এবার সেই কাজই হতে চলেছে। নিত্যদিন প্রায় ৭০ হাজার গাড়ি যাতয়াত করে সাঁতরাগাছি সেতু দিয়ে। এমন একটি গুরুত্বপূর্ণ সেতুর এক পাশ বন্ধ হয়ে গেলে প্রবল যানজট তৈরির আশঙ্কা রয়েছে। তবে বিকল্প রাস্তার ব্যবস্থা রেখেছে প্রশাসন। বিকল্প রাস্তা হিসেবে কান্দি কাটোয়া রাজ্য সড়কের উপর দিয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।