পানীয় জলের জন্য হাহাকার, সুন্দরবনে পথ অবরোধে মহিলারা

0
51

খাস প্রতিবেদন: সবে গরম পড়তে শুরু করেছে৷ এরই মধ্যে পানীয় জলের জন্য রীতিমতো হাহাকার শুরু হয়েছে সুন্দরবনের বিস্তৃর্ণ অঞ্চলে৷ এরই প্রতিবাদে এবার বাড়ির মহিলারা বালতি কলসি নিয়ে রাস্তার উপরে বসে পথ অবরোধ শুরু করেছেন। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের সাহেব খালি৷ বাসিন্দাদের অভিযোগ, বারংবার প্রশাসনকে বলেও সমস্যার সুরাহা হয়নি৷ তাই বাধ্য হয়েই এই অবরোধের সিদ্ধান্ত৷

বস্তুত, জলের আকাল পাহাড়ে জঙ্গলে ঘেরা এই তল্লাটে এতটাই প্রকট যে ‘রক্ত দান জীবন দান’ স্লোগানকে একটু বদলে এখানকার বাসিন্দারা বলে থাকেন, জল দান জীবন দান৷ এক ফোঁটা জলের বিনিময়ে বাঁচবে একটি প্রাণ। বস্তুত, এই তল্লাটে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের৷ অভিযোগ, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, বিডিও, এলাকার জনপ্রতিনিধিকে বারবার জানানোর পরেও পানীয় জলের সমস্যার কোনও সুরাহা হয়নি। তাই এই বিক্ষোভ ও পথ অবরোধ ।

- Advertisement -

স্বভাবতই বাসিন্দাদের অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় সাহেব খালির পি ডব্লিউ ডি রোডে৷ ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা সকলেই। তার উপরে আজ ছিল দুয়ারে সরকার ক্যাম্প৷ সেখানে যাওয়ার উদ্দেশ্যে সরকারি আধিকারিকরা রওনা দিয়েছিলেন৷ কিন্তু তাঁরাও এই যানজটে ভোগান্তির শিকার। এই নিয়ে প্রশ্ন করা হলে হিঙ্গলগঞ্জ বিধানসভার এসটিএসসিওবিসি সেলের সভাপতি সুরজিৎ বর্মনের আশ্বাস, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় ২০২৪ সালের মধ্যে প্রতিটা বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে এবং তার কাজ শুরু হয়ে গেছে। এবং ভ্যাট লাইনের মধ্য দিয়ে জল দেওয়া চলছে৷ কিছু জায়গায় সমস্যা আছে৷ সেগুলো দ্রুত সমাধান করা হবে।

পাল্টা হিসেবে বিজেপির হিঙ্গলগঞ্জ দক্ষিণ মণ্ডলের সভাপতি তরুণ মণ্ডল বলেন, ‘‘সব জায়গায় জানানো হয়েছে তারপরেও এলাকার মানুষ জল পাচ্ছে না৷ তার জন্য মানুষ অবরোধে নেমেছেন৷ অথচ এরা মানুষের সমস্যার সমাধান না করে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে৷ এদের অবিলম্বে সরকার থেকে পদত্যাগ করা উচিত৷’’

আরও পড়ুন: ‘রাস্তা দাও ভোট নাও’ স্লোগান তুলে ‘ভোট বয়কটে’র ডাক আদিবাসী গ্রামে