ব্যারেজ থেকে জল ছাড়ার দায় কার, জানাল ডিভিসি

0
22

খাস খবর ডেস্ক: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি। জলমগ্ন একাধিক গ্রামের পর গ্রাম। ভেসে গিয়েছে বাড়িঘর। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। তারওপর ইচ্ছামত জল ছাড়ছে ডিভিসি। রীতিমত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাথা গোঁজার আশ্রয়টুকুও হারিয়েছে মানুষজন। এই পরিস্থিতিতে রাজ্যকে না জানিয়ে ইচ্ছামতো জল ছাড়ার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসিকে আগেই একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই নিয়ে মুখ খুলল ডিভিসি।

আরও পড়ুনঃ বানের জল থেকে রক্ষা পেল না থানাও, দুর্ভোগে পুলিশ কর্মীরাও

- Advertisement -

অবশেষে সংবাদপত্রে বিজ্ঞাপণ নিয়ে ডিভিসি জানায়, এই প্লাবনে তাদের কোনও দায় নেই। রীতিমতো এর সপক্ষে যুক্তিও দিয়েছে তারা। ডিভিসির ওই বিজ্ঞাপণে বলা হয়েছে, ‘জল ছাড়ার আগে বন্যা সম্পর্কিত সতর্কতকা মূলক বার্তা অনেক আগে থেকেই চিফ ইঞ্জিনিয়ার, পশ্চিমবঙ্গ সরকার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার জেলাশাসকদের ও সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, দুর্গাপুর ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো হয়। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, দুর্গাপুর, পশ্চিমবঙ্গ সরকার পুনরায় এই বার্তা হুগলি, হাওড়ার জেলাশাসকদের, এসডিও, এডিএম, বিডিও ও অন্যান্যদের ফ্লাড ওয়ার্নিং মেমোরেন্ডাম অনুযায়ী পাঠিয়ে দেয়। বন্যা সম্পর্কিত এই প্রচলিত পদ্ধতি অনুসরণ করা হয়।’

আরও পড়ুনঃ কিডনি বিক্রি করেন একই পরিবারের ছ’জন, প্রশাসনের কাছে অবশ্য ‘খবর’ নেই

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার দাবি করেছেন, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই ডিভিসি জল ছেড়ে দেয়। সম্প্রতি তিনি অভিযোগ তোলেন, “ঝাড়খণ্ডে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে ওরা আমাদের না বলে রাত ৩টের সময় আসানসোলে জল ছেড়ে দিয়েছে। এদিকে আসানসোলের বৃষ্টির পরিমাণটাও প্রায় ৩৪৫ মিলিমিটার ছিল। আগে কখনও এত বৃষ্টি হয়নি। ফলে আসানসোল পুরো ডুবে যায়। একই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়াও। তার পর কাল আবার ডিভিসি ১ লক্ষ কিউসেকের উপর জল ছেড়ে দিয়েছে। সমস্যা হচ্ছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের ফেস করতে হচ্ছে, বিহারে বৃষ্টি হলে আমাদের ফেস করতে হচ্ছে।”

যদিও এদিন ডিভিসি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানাল, তাদের জল ছাড়ার ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল না। ফলে রাজ্যের তরফে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। তবে ডিভিসির এই বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার করে বলে আসছেন এটা ম্যান মেড বন্যা। ডিভিসি কোনও রকম আলোচনা ছাড়াই এই জল ছেড়েছে। এখন ডিভিসি যে বিবৃতি দিচ্ছে তা নিজের মতো করে বলছে। রাজ্য সরকারের সঙ্গে ওরা কোনও আলোচনাই করে না।”