কবে হবে ছাত্র সংসদ নির্বাচন, জানালেন ব্রাত্য বসু

বৃহস্পতিবারও যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে ফেটসু

0
37
bratya basu said when student election will be organized

কলকাতা : পঞ্চায়েত ভোট মিটলেই রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে হবে ছাত্র সংসদ নির্বাচন (student council election)। এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্রভোটের দাবিতে বার বার সরব হয়েছে যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি।

আরও পড়ুন :গুরুত্ব পাক কৃষি ও কৃষক, ভোটগ্রহণপর্ব মিটতেই পুরনো ছন্দে কৃষককূল

- Advertisement -

‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কোনও দিন কথা হয়নি। আমরা বলেছি যে, ছাত্র নির্বাচন করব। একটা বিশ্ববিদ্যালয় ধরে তো হবে না। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েই হবে। সামনেই পঞ্চায়েত ভোট রাজ্যে রয়েছে। এখন অগ্রাধিকারে পঞ্চায়েত ভোট। কেউ যদি বিক্ষিপ্ত ভাবে আন্দোলন করতে চান, করতে পারেন।’’বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে সংস্কৃত কলেজের একটি অনুষ্ঠানে একথা জানালেন শিক্ষামন্ত্রী। কখন, কী ভাবে হবে ছাত্রভোট হবে তাও জানালেন মন্ত্রী। তাঁর কথায়, ‘‘যখন ছাত্র সাংসদ নির্বাচন হবে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে একই টাইম জ়োনে হবে। হয়তো একই দিনে নয়। হয়তো দক্ষিণবঙ্গে এক দিনে হল। উত্তরবঙ্গে এক দিনে হল। পশ্চিমাঞ্চলে হবে এক দিনে। আশা করছি, পঞ্চায়েত ভোটের পরে খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে পারব।’’

আরও পড়ুন :মানসিক যন্ত্রণার শিকার, IPS রূপার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি IAS রোহিণীর

আরও পড়ুন :আরও এক নৃশংস খুন, ড্রেনের মধ্যে থেকে উদ্ধার মানব দেহের বিকৃত কতগুলি অংশ

ছাত্রভোটের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল ফেটসু ও এসএফআই। বৃহস্পতিবারও যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচনের (student council election) দাবিতে বিক্ষোভ দেখিয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সংগঠন ফেটসু। সেখানে সমাবর্তনের দিন রাজ্যপালের গাড়ি আটকেছিলেন ছাত্র সংগঠনের সদস্যেরা। রাজ্যপাল সিভি আনন্দ বোস গাড়ি থেকে নেমে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন। পরে দু’জন প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে ক্যাম্পাসেই কথা বলেন। জানিয়েছিলেন, বিষয়টি দেখবেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের দাবি বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। কলকাতা বিশ্ববিদ্যালয়েও একই কারণে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই।