কবে বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফল? জানালেন ব্রাত্য

0
73
bratya bosu on madhyamik exam result

খাসডেস্কঃ আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ মাধ্যমিকের (Madhyamik Exam Result)। এমনই সম্ভবনার কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি।

আরও পড়ুন :“কবিগুরুকে মূল্য দেওয়ার জন্যও কালচারের দরকার”, রবীন্দ্রজয়ন্তীতে কাকে বিঁধলেন অরূপ

- Advertisement -

মাধ্যমিক ফল প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়া শেষ। অন্তত সূত্র বলছে তাই। এদিন শিক্ষামন্ত্রীর ব্রাত্যর কথাতে জল্পনা বাড়ল আরও বেশ কিছুটা। গত ৪ ই মার্চ শেষ হয় রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। আগামী সপ্তাতে রেজাল্ট বেরোলে পরীক্ষা শেষের দুমাসের কিছু পর পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে। এমনটাই ইঙ্গিত স্পষ্ট ব্রাত্যর কথায়।

আরও পড়ুন :পঞ্চায়েতে বিজেপির পাছা গরম করতে ঘন গিটের বেউড় বাঁশের দাওয়ায় তৃণমূল নেতার

আরও পড়ুন :‘The Kerala Story’ নিয়ে ধুন্ধুমার, বিক্ষোভকারীদের ধাক্কা মেরে হটাল পুলিশ

এদিন কথার মাঝে (Madhyamik Exam) রাজ্যপাল প্রসঙ্গ উঠে আসে। সম্প্রতি রাজ্যপালের ‘হ্যামলেট’ বার্তা প্রসঙ্গে তিনি বলেন হ্যামলেট নয় ম্যাকবেথের মতো আচরণ। তাঁর দাবি, “রাজ্যপালকে জুলিয়াস সিজারের মতো লাগছে। ক্ষমতা গ্রাসের মানসিকতা দেখা যাচ্ছে। তীব্র উচ্চাশা দেখা যাচ্ছে। “