বিরহের জ্বালা সইতে না পারায় আত্মহননের পথ বেছে নিল প্রেমিক

0
83

অশোকনগর: প্রেমে ব্যর্থ হওয়ায় সইতে পারল না প্রেমিক। অবশেষে প্রেমিকার বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বিড়া মল্লিক পাড়া এলাকায়।

লক্ষ্মীবারেই ঘটে গেল অশুভ ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠেই ওই মেয়েটির পরিবারের লোকজন দেখেন সিঁড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় যুবকের মৃতদেহ ঝুলছে। অকস্মাৎ চিটকার-চেঁচামেচি করাতে প্রতিবেশীরা এসে ভিড় করে। এরপর অশোকনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাবড়া হাসপাতালে পাঠায়।

- Advertisement -

আরও পড়ুন: নারী-পুরুষের লড়াই থামাতে ময়দানে নেমে এল বঙ্গীয় পুরুষ মোর্চা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুল হামিদ মল্লিকের বোন বিবাহিতা। দাম্পত্য কলহের কারণে তিনি দুই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকেন। মৃত যুবকের সঙ্গে তাঁরই এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক বিয়ে তাঁকে করতে চেয়েছিল । মেয়ে নাবালিকা হওয়ায় পরিবারের কেউ বিয়ে দিতে রাজি হয়নি। স্থানীয়দের অনুমান বিয়ে না দেওয়ার কারণে প্রেমিকার বাড়িতে এসে আত্মহত্যা করেছে সে।

তবে এখনও পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ওই যুবকের বাড়ি বারাসত ময়না এলাকায়। এই ঘটনার কারণে অশোকনগর থানার পক্ষ থেকে নাবালিকা মেয়ের সহ তিন জনকে আটক করা হয়েছে। আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ।