অভিষেকের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের

0
44

বাঁকুড়া: তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ছাত্র যুব নেতৃত্বের ওপর ত্রিপুরায় আক্রমণ চালিয়েছে ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা’। ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বাঁকুড়া শহরের কলেজ মোড়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জী সহ অন্যান্য কর্মীসমর্থকেরা।

প্রসঙ্গত, দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম ত্রিপুরায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে তিনি আক্রান্ত হন বলে অভিযোগ। অভিষেকের গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলার পাশাপাশি তাঁর দেহরক্ষীরাও আহত।

- Advertisement -

আরও পড়ুন: অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতার ফিরহাদ

এদিন বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা। তিনি বলেন, ”তূণমূলের প্রতিনিধি দল ত্রিপুরায় পৌঁছাতেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভয় পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বিজেপি ওই রাজ্যে ‘বোল্ড আউট’। ২০২৩ সালে ত্রিপুরায় তৃণমূলই ক্ষমতায় আসছে বলে দাবি করেন তিনি।”