ট্রেন পরিষেবা বাতিল, খবর নেই যাত্রীদের কাছে, ছুটির দিনে ভোগান্তিতে আমজনতা

0
69

কলকাতা: শিয়ালদহ মেন লাইনে ট্রাফিক ব্লকের কারণে ১৫ ও ১৬ অক্টোবর কয়েকটি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কিছু কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। এ কথা আগেই ঘোষণা করেছিল রেল কর্তৃপক্ষ। তবে সঠিক ভাবে প্রচার না করার কারণে অনেকেই এই বিষয়টি জানেন না, ফলত ছুটির দিনে প্ল্যাটফর্মে এসে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের।

আরও পড়ুন: আকাশচুম্বী বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে চারিদিক, ভাইরাল ভয়াবহ ভিডিও

- Advertisement -

জানা গিয়েছে, রবিবার রানাঘাট থেকে বিক্ষিপ্তভাবে ট্রেন চলছে। খোলা রয়েছে টিকিট কাউন্টারও। রেল কর্তৃপক্ষের তরফে সঠিকভাবে প্রচার না করায় সমস্যায় পড়তে হয়েছে বহু মানুষ সাত সকালে স্টেশনে চলে এসেছেন। তবে ট্রেন বাতিলের খবর না জানায় বসে রয়েছেন।

আরও পড়ুন: দেশ সামলাতে ব্যর্থ লিজ স্ট্রাস, ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে সামনে আসছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের নাম

নৈহাটি রানাঘাট রুটে রেল লাইনের কাজের জন্য ১২ ঘণ্টা নিয়ন্ত্রণ করা হবে শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে হালিশহর নৈহাটি লাইনে। এজন্য শিয়ালদা মেন লাইনে বাতিল হয়েছে ৪২ টি লোকাল ট্রেন। নৈহাটি রানাঘাটের মধ্যে তৃতীয় লাইনের কাজের জন্যই এই পাওয়ার ব্লক নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। ১৫ই অক্টোবর রাত্রি থেকে ১৬ই অক্টোবর সকাল ১০টা পর্যন্ত নৈহাটি রানাঘাটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানা গিয়েছিল।