বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়

0
23

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজার-চট পুকুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পরী লাহা। তাঁর বয়স ৬২ বছর। বৃদ্ধা বাঁকুড়া শহরের লালবাজার-চট পুকুর এলাকার বাসিন্দা।

- Advertisement -

স্থানীয় সূত্রের খবর, শহরের চটপুকুর এলাকার ওই পরিবারটি দীর্ঘদিন বাতাসা তৈরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ছেলের সাথে তিনিও ওই কাজে হাত লাগাতেন।

শনিবার সকালে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতার ছেলে কৃষ্ণ লাহা বললেন, “অন্যান্য দিনের মতো এদিন রাতেও আমরা উপরের ঘরে ঘুমিয়েছিলাম। মা নিচের ঘরে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে মায়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই”।

তবে পারিবারিক কোন ঝামেলা হয়নি বলে দাবি করেন মৃতার ছেলে কৃষ্ণ লাহা। তিনি আরও জানালেন, কি করে ঘটনা ঘটলো তিনি কিছুই জানেননা।

তবে এলাকাবাসীর একাংশ এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে নারাজ। স্থানীয় বাসিন্দা আশিস কুমার পাণ্ডে বললেন, “দেখে আত্মহত্যা বলে মনে হচ্ছেনা। এই মৃত্যুর পিছনে অন্য কোন রহস্য রয়েছে”।

এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তার পাশাপাশি পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে।