আলুর দাম নেই, কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে আন্দোলনে বামেরা

0
56

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: উৎপাদিত আলুর দাম(Potato Price) নেই, এই অবস্থায় দালাল বা তৃণমূল নেতাদের বাদ দিয়ে সরকারী উদ্যোগে কৃষকদের কাছ থেকে সরাসরি এক হাজার টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনা, রাজ্যের বাইরে আলু রফতানি, জেলার হিমঘরগুলিতে আলু সংরক্ষণ করার ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামলেন বাম গণ সংগঠনের সারা ভারত কৃষকসভার নেতা কর্মীরা। রবিবার বাঁকুড়ার ওন্দার চৌমাথা মোড়ে রাস্তার উপর আলু ফেলে বিক্ষোভ দেখান তাঁরা।

আরও পড়ুন কালীপুজোকে কেন্দ্র করে বচসা-হাতাহাতি, পুলিশের দ্বারস্থ আক্রান্ত ব্যক্তি

- Advertisement -

আন্দোলনকারী বাম গণসংগঠনটির দাবি, এই মুহূর্তে উৎপাদিত আলুর দাম(Potato Price) নেই। ঋণভারে জর্জরিত আলু চাষিরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই অবস্থায় আলু চাষিদের স্বার্থরক্ষায় রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে আগামী ১১ মার্চ রাজ্যজুড়ে এই ইস্যুতে তাঁরা আন্দোলন কর্মসূচী করবেন বলেও তিনি জানান।

আরও পড়ুন নওশাদকে হুঁশিয়ারি আরাবুলের

অন্যদিকে, ওন্দা ব্লক তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সমর মুখোপাধ্যায় বলেন, ‘এই মুর্খরা আলু চাষিদের বিভ্রান্ত করতে চাইছেন’। মুখ্যমন্ত্রী, ‘গরীবের বন্ধু’ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চাষিদের কাছ থেকে সরাসরি ৬৫০ টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনার(Potato Price) কথা ঘোষণা করে দিয়েছেন।

আরও পড়ুন ইমরান খানকে গ্রেফতার করতে বাড়িতে হাজির পুলিশ, বিক্ষোভ সমর্থকদের

প্রসঙ্গত, রাজ্যে তৃতীয় আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিতি রয়েছে বাঁকুড়ার। এই জেলার কোতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ের, বিষ্ণুপুর, ওন্দার পাশাপাশি দক্ষিণের তালডাংরা, সিমলাপাল, রাইপুর ও সারেঙ্গা ব্লক এলাকায় প্রচুর পরিমানে আলুর চাষ হয়। চলতি বছরে বাঁকুড়া জেলায় এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার একর জমিতে আলু চাষ হয়েছে বলে খবর। একর প্রতি আলু চাষে একজন চাষির খরচ হয়েছে প্রায় ৬২ হাজার টাকা। কিন্তু দাম(Potato Price) মিলছে ৪৮ হাজার টাকা। ফলে ১৪ হাজার টাকা একর প্রতি ক্ষতি হচ্ছে। বেশীরভাগ কৃষক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করেন, কেউ কেউ ব্যক্তিগত ঋণও নিয়ে থাকেন। কিন্তু চলতি বছরে উৎপাদিত আলুর দাম না পাওয়ায় আঞ্চলিক অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা করছেন অনেকে। আর এই অবস্থায় আলু চাষিদের পাশে দাঁড়াতে আন্দোলনে নেমেছে বাম গণ সংগঠন সারা ভারত কৃষক সভা।