বাঁকুড়াঃ দলের ‘সেকেণ্ড ইন কমাণ্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নব জোয়ার’ কর্মসূচীতে যোগ দিতে বাঁকুড়ায় (bankura) আসার ঠিক একদিন আগেই তৃণমূল পরিচালিত বিকনা গ্রাম পঞ্চায়ে তের প্রধানের বিরুদ্ধে ‘তোলাবাজি’র অভিযোগ তুলে পোষ্টার পড়লো এলাকায়। বুধবার সকাল থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।
সাদা কাগজের উপর হাতে লেখা ঐ পোষ্টারে পঞ্চায়েত প্রধান কার্তিক চন্দ্র মালের বিরুদ্ধে একাধিক বিষয়ে ‘তোলাবাজি’র অভিযোগ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে দলের নেতা তথা প্রধানের বিরুদ্ধে এই ধরণের পোষ্টারের ঘটনায় বেজায় অস্বস্তিতে ঘাস ফুল শিবির। লেখা রয়েছে, ‘ট্রেড লাইসেন্স তোলাবাজি, আবাস যোজনাতে তোলাবাজি, বেনামি জমি ওয়ারেশনে তোলাবাজি, সরকারি জমির দালালিতে তোলাবাজি, ঠিকাদারদের সিণ্ডিকেট গড়ে তোলাবাজি’। এছাড়াও ভুয়ো জবকার্ড তৈরিতেও প্রধান কার্তিক চন্দ্র মালের বিরুদ্ধে ঐ পোষ্টারে ‘তোলাবাজি’র অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন :শিলিগুড়িতে সেনা গাড়িতে বিস্ফোরণ, জখম ১ সেনাকর্মী সহ ৪
আরও পড়ুন :এগরার পর ভাঙড়, আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল পোলট্রি ফার্ম
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী তর্জা। যদিও বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মালকে এবিষয়ে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বাঁকুড়া-২ (bankura) ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহ বলেন, আগামীকাল আমাদের দলের নেতা জেলায় আসবেন, তার আগে বিরোধীরা এসব করে অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে তিনি দাবি করেন। বর্ষীয়ান সিপিআইএম নেতা কিঙ্কর পোষাক বলেন, ঐ প্রধানের বিরুদ্ধে আগেও এধরণের অভিযোগ আছে। তৃণমূলে যে যতো বড় তোলাবাজ সে ততো বড় নেতা।