Rail Accident: নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না, ইঙ্গিত রেলমন্ত্রীর

0
73

খাস খবর ডেস্ক: লক্ষ্মীবারের রেল দুর্ঘটনায় ময়নাগুড়িতে দুমড়ে মুচড়ে যাওয়া কামরা থেকে উদ্ধারকার্য এখনও অব্যহত৷ সরকারিভাবে আটজনের মৃ্ত্যুর খবর জানানো হয়েছে৷ আহতের সংখ্যা অসংখ্য৷ ঠিক কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে জুম্মাবারের সকালে হাওড়া থেকে বিশেষ ট্রেনে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ৷

অকুস্থলে রওনা দেওয়ার আগে হাওড়ায় দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেন, ‘‘দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে গঠন করা হতে পারে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি৷’’ ইঙ্গিত দিয়েছেন, দুর্ঘটনার নেপথ্যে নাশকতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ একই সঙ্গে তাঁর আশ্বাস, ‘‘ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব৷’’

- Advertisement -

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল ৪.৫৮ মিনিটে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির কাছে দুর্ঘটনার কবলে পরে আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। রেল সূত্রের খবর, ১২ টি কামরা লাইনচ্যুত হয়৷ ট্রেনটিতে ছিলেন প্রায় ৭০০জন যাত্রী৷ দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় মানুষদের তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। এই পরই এসে পৌঁছয় প্রশাসনের উদ্ধারকারী দল। উদ্ধার কাজ চলার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে আহতের সংখ্যা। জানা গিয়েছে, ইতিমধ্যে আহতের সংখ্যা দুই শতাধিক৷

প্রাথমিক তদন্তে রেলের একাংশের দাবি, ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনা৷ তবে যেভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তাতে দুর্ঘটনার আড়ালে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ দুর্ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার মধ্য রাতেই হাওড়া স্টেশনে এসে পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর সঙ্গেই বিশেষ ট্রেনে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, রেল বোর্ডের ডিজি (সেফটি) সহ অন্যান্য আধিকারিকরা ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তাঁরা খতিয়ে দেখবেন৷

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত Bikaner-Guwahati Express