মদনের ডেরায় পার্টি অফিস লক্ষ্য করে গুলি-বোমাবাজি, জখম মহিলা ও শিশু

0
28

কামারহাটি: তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল কামারহাটিতে। বোমার আঘাতে জখম হয়েছেন দুই মহিলা সহ একটি শিশু৷ স্বয়ং মদন মিত্রের খাসতালুকে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের এই তাণ্ডবের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তল্লাটে৷ এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি থমথমে। চলছে পুলিশি টহল।

আরও পড়ুন: EXCLUSIVE: এক মেসেজেই লাখপতি, হুলস্থুল কাণ্ড ভগবানপুরে

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দুয়ারে সরকার কর্মসূচির পরিকল্পনা চলছিল৷ কামারহাটি ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূলের এই দলীয় কার্যালয়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা পার্টি অফিস লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরে এলোপাথাড়ি বোমাবাজিও করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ভাঙছে শ্যামাপ্রসাদের অ্যাটিটিউড, পুলিশের নজরে রাজ্যের প্রাক্তন আরও এক মন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে করে কয়েকজন এসেছিল৷ তাঁদের মুখে হেলমেট থাকায় কাউকে চেনা যায়নি৷ দ্রুত গুলি এবং বোমা বাজি করে দুষ্কৃতীরা পালিয়ে যায়৷ অদূরে কামারহাটি পুলিশ ফাঁড়ি এবং এলাকাটি স্বয়ং মদন মিত্রের খাসতালুক হিসেবে পরিচিত৷ এই দুটি তত্ত্বকে সামনে রেখে প্রশ্ন উঠছে, কার ঘাড়ে দুটো মাথা গজাল? আর এখানেই উঠে আসছে দলীয় গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গও৷ দলীয় গোষ্ঠী কোন্দলে গেরুয়া শিবিরের ইন্ধনের বিষয়টিও সামনে আসছে৷

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷ চলছে টহলদারি৷ অন্যদিকে জখম দুই মহিলা সহ শিশুদের চিকিৎসা চলছে সাগর দত্ত হাসপাতালে৷