DVC নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী বাম জোট 

0
64

 

খাস খবর ডেস্ক : ক্রমশ রাজ্যের বিভিন্ন নির্বাচনের ফলাফলে বামেদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে। এবার দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) এর ইউনিয়ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সমর্থিত প্রার্থীদের পরাজিত করে জয়ী হল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু সমর্থিত প্রার্থীরা। 

- Advertisement -

আরও পড়ুন : “আমার কথা মিলে গেল, কিন্তু একটু দেরী হল” মমতার দিল্লি সফর নিয়ে বললেন সেলিম 

মোট ৩৬২১ টি ভোটের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ১৩৫২টি ভোট, বাম সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ২০৫২টি ভোট এবং আরএসএস সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ২১৭ টি ভোট। অর্থাৎ ৫৭ শতাংশ ভোট পেয়ে ৭০০ ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থীরা। এই নির্বাচনের ফলাফলে উৎসাহিত বাম নেতৃত্ব। সিপিএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র টুইট করে অভিনন্দন জানিয়েছেন। 

আরও পড়ুন : “বুলডোজার চালানো বন্ধ করে বিদ্যুৎ কেন্দ্র চালু করুন” কেন্দ্রের উদ্দেশ্যে বার্তা রাহুলের 

সামজিক মাধ্যমেও এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে একাধিক পোস্ট করছেন বাম কর্মী সমর্থকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নজির এর আগেও দেখা গিয়েছে, যখনই সমবায় বা পরিচালন সমিতির ভোট হচ্ছে সেখানে বামেরা জয়ী হচ্ছে, সেটা অনেকটাই ব্যক্তিগত ক্যারিশ্মার জন্য, কিন্তু যখনই বৃহত্তম নির্বাচনী লড়াই হচ্ছে তখন সেই ভোটাররাই বামেদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।