স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

0
91
suicide

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হীড়বাঁধ থানা এলাকার ভুয়াকানা এলাকায়৷ মৃত স্বামীর নাম প্রদীপ সর্দার (২৩) ও স্ত্রী সাবিত্রী সর্দার (২৩)৷

স্থানীয় সূত্রে খবর, হীড়বাঁধের ভুয়াকিনা গ্রামের প্রদীপ সর্দার ও সাবিত্রী সর্দারের গত এক বছর আগে তাঁদের বিয়ে হয়। বর্তমানে সাবিত্রী সর্দার পাঁচ মাসের গর্ভবতীও ছিলেন। অন্যান্য দিনের মতো বুধবার পরিবারের সকলের সঙ্গে বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ-ছ’শো মিটার দূরে একটি গাছে তাদের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়।

- Advertisement -

তবে তাঁদের মৃত্যুর কারণ নিয়ে কিছুই জানা যায়নি গ্রামবাসী সহ পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।