নিউটাউনে এক অধ্যাপকের হাতে প্রহৃত অপর অধ্যাপকের পরিবার

0
965

পলাশ নস্কর, বিধাননগর: এক অভিজাত আবাসনে অধ্যাপকের হাতে প্রহৃত হল অপর অধ্যাপকের পরিবার। নিউটাউনের এ এল ব্লকের এক অভিজাত আবাসনে গাড়ি রাখাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরেই এই আক্রমণের ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম অধ্যাপক অংকুর রায় (ডিপার্টমেন্ট হেড অফ দ্য কেমিস্ট্রি, সেন্ট জেভিয়ার্স কলেজ), তাঁর স্ত্রী অধ্যাপক সাবিয়া খান (রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর মাইক্রোবায়োলজি) এবং তাঁদের ছেলে।

- Advertisement -

সূত্রের খবর, গত ১৭ তারিখ সন্ধ্যায় অভিযুক্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যারোবিক স্টাডির অধ্যাপক মেহেদী হাসান ও তার ভাই সহ বেশ কয়েকজন চড়াও হয় ওই অধ্যাপকের ওপর। আবাসনের লিফটের মধ্যেই অধ্যাপক অংকুর রায়, তাঁর স্ত্রী সাবিয়া খান এবং তাঁর ছেলেকে লোহার রড, পাইপ দিয়ে বেধড়ক ভাবে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এরপর ওইদিনই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন আহত পরিবারের সদস্যরা। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ। যদিও অভিযুক্তরা পলাতক। এখনও পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত মেহেদী হাসান এ এল ব্লকের ওই আবাসনের চারতলাতেই থাকতেন। বেশ কয়েক দিন আগে ওই আবাসনের পার্কিংয়ে গাড়ি রাখাকে কেন্দ্র করে মেহেদী হাসানের সঙ্গে অংকুর রায়ের বিবাদ সৃষ্টি হয়। তারপর থেকেই অংকুর রায়ের উপর ক্ষোভ ছিল মেহেদী হাসানের। তারই প্রতিশোধ নিতে গত ১৭ তারিখ এইভাবে আক্রমণ করে বলে দাবি জানিয়েছেন অংকুর রায় ও তাঁর পরিবারের।