শুভেন্দুর পায়ের তলার মাটি সরছে, আতঙ্কে ভূমিকম্প দেখছেন অধিকারী পুত্র

বিস্ফোরক সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য

0
111

খাস প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এবার সিপিএমের আক্রমণের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ককে নিশানা করে সিপিএমের প্রবীণ নেতা তন্ময় ভট্টাচার্যের দাবি, ‘‘শুরুতে সাগর শেষে দিঘি৷ উল্টো করে দেখলে বাংলায় দিঘির সাগর হওয়া শুরু হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে৷ সেই সাগরের ঢেউয়ের জন্য শুভেন্দু অপেক্ষা করুন৷ কাঁথিতে দিঘার সমুদ্র থেকে যে ঢেউটা আসে, এই ঢেউটার মাপ তার চেয়ে অনেক বেশি হবে৷’’

গ্যাসের মূল্যবৃদ্ধি ও সাগরদিঘিতে জোট প্রার্থীর জয় উপলক্ষ্যে রবিবার বরানগর বিধানসভা এলাকায় কংগ্রেস ও সিপিএমের তরফে যৌথ মিছিলের আয়োজন করা হয়েছিল৷ জোটের মিছিলে পা মেলাতে হাজির হয়েছিলেন খবরের শিরোনামে থাকা প্রতিবাদী তরুন কংগ্রেস নেতা, আইনজীবী কৌস্তভ বাগচী৷ সেখানেই একথা বলেন সিপিএমের বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য৷ বস্তুত, সাগরদিঘি উপ নির্বাচনে জয়ী হয়েছে বাম জোটের কংগ্রেস প্রার্থী৷ তাৎপর্যপূর্ণভাবে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে বিজেপি৷ ভোট কমেছে প্রায় ১০ শতাংশ৷

- Advertisement -

সেই প্রসঙ্গ উল্লেখ করেই তন্ময় বলেন, ‘‘‘‘শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন, বাংলা বিজেপি শূন্য হয়ে গিয়েছে৷ বিজেপির পায়ের তলার মাটি ক্রমশঃ ক্ষয়িষ্ণু হচ্ছে৷’’ খানিক থেমে কটাক্ষের সুরে তন্ময়ের সংযোজন, ‘‘সম্ভবত শেষ ২৪ ঘণ্টার ভূ-তাত্ত্বিক রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৪ বার ভূমিকম্প হয়েছে৷ এখন এই ভূমিকম্প ২৯৪ বার হবে৷ অন্তত শুভেন্দু সেটাই দেখতে পাবেন৷ ২৪ এর আগে ৪২ বার হবে৷ শুভেন্দুকে আগাম জানিয়ে রাখলাম৷ এই ভূমিকম্প যত বেশি হবে শুভেন্দুর পায়ের তলার মাটি তত সরবে৷ তৃণমূলকে আশ্রয় করে বিজেপির বেঁচে থাকার তাগিদ ততবেশি করে স্পষ্ট হবে৷ আর এটা যত বাড়বে বামপন্থীরা এবং জাতীয় কংগ্রেস তত বেশি করে রাস্তায় নামবে৷’’

এদিন বরানগর টবিন রোড থেকে মিছিল শুরু হয়৷ গোপাল লাল ঠাকুর রোড হয়ে শেষ হয় ডানলপ মোড়ে৷ সমগ্র পথে জোটের তরফে বারে বারে একটা কথায় স্পষ্ট করা হয়েছে, বিজেপি এবং তৃণমূল ভাই ভাই! তাই ওদের প্ররোচনা থেকে মানুষকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন বাংলার প্রাক্তন দুই শাসকদলের নেতৃত্বরা৷

আরও পড়ুন: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, রেলপথে জুড়ছে ইন্দো-চিন নাথুলা সীমান্ত