শুভেন্দু-দিলীপদের ‘আমরা-ওরা’র বিভাজন: নাড্ডা কি পারবেন মেটাতে, প্রশ্ন দলেই

0
41

কলকাতা: দুয়ারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন৷ এমন আবহে ক্রমেই সামনে আসছে আমরা-ওরার দ্বন্দ্ব৷ এই ‘আমরা-ওরা’ শাসক বনাম বিরোধী নয়! এই ‘আমরা-ওরা’ গেরুয়া শিবিরের অন্দরেই৷ সূত্রের খবর, ভোট যত এগিয়ে আসছে রাজ্যের জেলায় জেলায় গেরুয়া শিবিরের অন্দরে ‘আমরা-ওরা’র বিভাজন যেন ততই প্রকট হচ্ছে৷ সম্প্রতি তারই একঝলক দেখেছে মেদিনীপুর৷ এমন আবহে জেলা সফরে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বেথুয়াডহরির সভা শেষে নদিয়া জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে নাড্ডার। অর্থাৎ এই প্রথম দলের রুদ্ধদ্বার বৈঠক থেকে সরাসরি নিচুতলার নেতা, কর্মীদের ক্ষোভ, বিক্ষোভের কথা শুনবেন তিনি৷

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদি বনাম নব্য বিজেপি তো রয়েইছে, তার ওপর রয়েছে দলের অন্দরের একাধিক গোষ্ঠী৷ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার- এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্দরে প্রধান তিনটি গোষ্ঠীর নাম উঠে এলেও রয়েছে আরও একাধিক গোষ্ঠী৷ তবে এই মুহূর্তে জেলায় জেলায় দাপট বেশি শুভেন্দু বনাম দিলীপ গোষ্ঠীর৷ পঞ্চায়েতের টিকিট পাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুই গোষ্ঠীর কর্মীরা সক্রিয়৷ এমন আবহে জেলা সফরে এসে নাড্ডা আদৌ ‘আমরা-ওরা’র বিভাজন মেটাতে পারেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে দলের অন্দরেই, নিচুতলার কর্মীদের অন্দরে৷

- Advertisement -

দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে সদ্য মেয়াদ বৃদ্ধি হয়েছে জে পি নাড্ডার৷ এই উপলক্ষে লক্ষ্মীবারের সকালে নিউটাউনের হোটেলের সামনে জে পি নাড্ডাকে সংবর্ধনা দেবে রাজ‌্য বিজেপি। সেখান থেকে নদিয়া যাবেন৷ মায়াপুরে ইসকনের (ISKON) মন্দিরে পুজো দিয়ে বেথুয়াডহরির জুনিয়র ইস্টবেঙ্গল ময়দানে জনসভা৷ সেখানেই নদিয়ার জেলা নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক৷ সব শেষে বিকেলে কলকাতা থেকে বারাণসীর উদ্দেশে রওনা দেবেন৷ স্বভাবতই, ঝটিতি এই সফরে দলের অন্দরের আমরা-ওরার বিভাজ মিটিয়ে পঞ্চায়েত ভোটের আগে নাড্ডা সকলকে একছাতার তলায় আদৌ আনতে পারেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে কর্মীদের অন্দরে৷

আরও পড়ুন: Budget 2023-24: করের বোঝা কি কমবে, হাসি ফুটবে মধ্যবিত্তের নাকি আরও নাভিশ্বাস…