তৃণমূলকে একহাত নিলেন শুভেন্দু, নিশানায় অখিল গিরি ও তাঁর পুত্র

0
229

রামনগর : গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনগর মহাকাল থেকে বাজার পর্যন্ত দুই কিলোমিটার পদযাত্রায় যোগ দিলেন শুভেন্দু। রামনগর বাজারে পথসভাও করেন এই গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে। এদিন তিনি রাজ্যের মন্ত্রী এবং রাজ্য সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। এই পদযাত্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর রাজ্য রাজধানীতে ব্যাপক শোরগোল পড়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত, সাধারণ সম্পাদক তাপস দলাই।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৎস্যমন্ত্রী অখিল গিরিকে ও তাঁর পুত্র কাঁথি উপপ্রধান সুপ্রকাশ গিরিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে তুলনা করেন তিনি। গত বিধানসভা নির্বাচনের পর রামনগর ১ ও ২ ব্লকে তাণ্ডব চালিয়েছে’। তিনি রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে কটাক্ষ করে আরও বলেন, ‘এখানকার এক হাফ মন্ত্রী রয়েছে! কাকের মতন দেখতে, যার ছাতা নেই জুতোও নেই কোনও ক্ষমতাও নেই। কোন মৎস্যজীবীকে জাল ও হাঁড়ি দেওয়ার কোনও ক্ষমতা নেই! তার ছেলে সুপ্রকাশ গিরিকে কটাক্ষ? বড়নেতা, হালি নেতা, ১৮ সালের পর তৃনমূলের এসে সে বড়নেতা। হাবভাব চেহারা ও বক্তব্য দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হালি নেতা পালিয়ে যাবে চিন্তা করবেন না’। এই মন্তব্য করে ২০২৪ সালে বিজেপিই যে ক্ষমতায় আসছে তাও প্রকাশ্যে বলেন।

- Advertisement -

এর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘পুলিশের কোনও কাজ নেই। রাজ্যের পিসি ও ভাইপোর নিরাপত্তা দেওয়া ছাড়া কোনও কাজ নেই পুলিশের। পিসিমণি বাড়ির বাইরে বেড়ান ৭ হাজার পুলিশ। আর ভাইপো বেরোলে কালো ফরচুনা গাড়ি সহ চার হাজার পুলিশ। এখানকার পুলিশের কাজ সাত মন্ত্রী ও তার ছেলেদের কথা শুনে ছোটাছুটি’। শুভেন্দুর এই মন্তব্যের পর যদিও রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ও পুত্র সুপ্রকাশ গিরির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও