রাজ্যে ‘শব্দবাজি’ বন্ধ হলেও ‘বোমাবাজি’ চলছে, মন্তব্য শুভেন্দুর

0
38

সুদেষ্ণা মন্ডল , সোনারপুর : বুধবার সোনারপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে কার্যত একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,কাঁকিনাড়া কান্ড নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে শব্দবাজি বন্ধ হলেও বোমাবাজি বন্ধ হয়নি বলে তিনি তীব্র কটাক্ষ করেন। তিনি আরও বলেন, সব জায়গায় বিস্ফোরণ হচ্ছে রাজ্যে কোনও সরকার নেই।

এমনকি এনসিসি ফান্ড বন্ধ নিয়ে রাজ্য সরকারকে দেউলিয়া বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু এনসিসি ফান্ড নয় আরও অনেক কিছুর ফান্ড বন্ধ আছে। সিভিল ডিফেন্সের কর্মীরা ৬ মাস ধরে বেতন পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর পাঁচ কিলো চাল ছাড়া আর কোথায় কি পাচ্ছে বলে তিনি প্রশ্ন ছুড়ে দেন। আর কিছুদিন পরে রাজ্য সরকারি কর্মীদের বেতন দিতে পারবে না বলেও মন্তব্য করেন শুভেন্দু।

- Advertisement -

৬০০ ডিএলএফ কলেজের ছাত্রছাত্রীদের ভর্তি নিয়ে কমিশনের প্রশ্নের জবাবে তিনি জানান, ৭৫/২৫ শতাংশ ভাগ আছে বলে তিনি অভিযোগ করেন। ২৫ শতাংশ মানিক ভট্টাচার্য পেতেন ও ৭৫ শতাংশ শান্তিনিকেতনে যেত বলে তিনি দাবি করেন। হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান ঘনিষ্ঠ গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, রাজু সাহানি ও সঞ্জয় সিং কিছুই নয়। ব্যারাকপুরের তিনজন তৃণমূল বিধায়ক এই ঘটনার সাথে যুক্ত আছে বলে তিনি দাবি করেন। একজন মন্ত্রী ও দুজন এমএলএ এই চিটফান্ডের সঙ্গে সরাসরি যুক্ত আছেন বলে তিনি জানান।তিনি বলেন ” আমি সিবিআইকে বলব এই তিনজনকে কেন ডেকে ছেড়ে রেখেছেন”। তৃণমূল মহিলা কংগ্রেসের নতুন কর্মসূচি “চলো গ্রামে যায়” কে কটাক্ষ করে “চলো মাল কামাই” বললেন শুভেন্দু অধিকারী।