নিম্ন আদালতে হাজিরা এড়াতেই কি হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

0
47
Suvendu Adhikari

কলকাতা : রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari)। সম্প্রতি রাজ্যের একটি ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন শুভেন্দু। আর সেখানেই বিরোধী দলনেতার বিরুদ্ধে উঠেছে বিতর্কিত ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ। বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। মামলাটি নিম্ন আদালতে উঠলে আগামী শনিবার বিরোধী দলনেতাকে হাজিরা দিতে বলা হয়েছিল। নিম্ন আদালতে হাজিরা দেওয়ার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন :“মানিককে নয়, টাকা যেত বোর্ডের কাছেই”, সুর বদল তাপসের

- Advertisement -

গত সোমবার শুভেন্দুর মামলাটি হাইকোর্টে উঠেছিল। জানা গেছে ব্যক্তিগত কারণের জন্য সেই মামলা থেকে সরে দাঁড়ান হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। এর পর মামলাটি আর নতুন কোনও বেঞ্চে নথিভুক্ত হয়নি। বৃহস্পতিবার নতুন কোনও বেঞ্চে দ্রুত মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। সেই আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

আরও পড়ুন :গাড়ি দুর্ঘটনায় একটুর জন্য প্রাণে বেঁচে ছিলেন, এখন কেমন আছেন Rambha আর তাঁর মেয়েরা

আরও পড়ুন :কয়লাপাচার মামলায় তৃণমূল জেলা সভাধিপতিকে তলব ED-র

মনে করা হচ্ছে নিম্ন আদালতের হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। বিরোধী দলনেতার তরফে দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। এবার সেই আবেদনে সাড়া দিল হাইকোর্ট। অভিযোগ সম্প্রতি নন্দকুমার থানা এলাকায় সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। ২৪ সেপ্টেম্বর নন্দকুমারের একটি ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দেন তিনি। এমনকি ২০ অক্টোবর আসানসোলেও একটি পুজোর উদ্বোধনে গিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। এনিয়ে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেন আবু সোহেন নামে এক আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতে নন্দকুমার থানায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ,২৯৫ এ, এবং ৫০৫ (২) ধারায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মিথ্যা মামলা করা হচ্ছে।’ বিজেপি নেতা দিলীপ ঘোষও এনিয়ে শাসকদলকে নিশানা করেছেন।