আচমকাই বাড়িতে বিধ্বংসী আগুন , ঝলসে মৃত্যু মা সহ দুই শিশুর

0
83
Fire
প্রতিকী ছবি

মহেশতলা: রাত প্রায় সাড়ে এগারোটা। আচমকাই একটি বাড়িতে ভয়ংকর আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘরময় ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী আগুন। ভস্মীভূত মা ও দুই শিশুসন্তান! টনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ায়। তবে, কীভাবে বাড়িটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ মোদীর কাছে কেন ক্ষমা চাইলেন অগ্নিমিত্রা

- Advertisement -

পুলিশ সুত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ স্থানীয়রা পোড়া গন্ধ পেতে শুরু করেন। তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তাঁরা। ততক্ষণে অবশ্য ওই একতলা বাড়ির বেশিরভাগ অংশই আগুনে গ্রাস করেছে। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজ শুরু করেন প্রতিবেশীরা। জল ঢেলে বাড়ির আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। পুলিশ জানিয়েছে, আগুনে মা সোমা মণ্ডল (৪০) দুই সন্তান, রাহুল মণ্ডল (১০), সাহেব মণ্ডল (১২) ভস্মীভূত হয়ে গিয়েছেন।

আরও পড়ুনঃ আর আলাদা আলাদা নয়, সমস্ত জরুরি পরিষেবার জন্য চালু হল একটাই নম্বর

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ, ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় এবং ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ। পুলিশ জানিয়েছে, ভাড়া বাড়িতে থাকতেন মৃতেরা। ওই বাড়িতে ভিতর থেকে তালা বন্ধ করা ছিল। পাঁচিল ভেঙে মৃতদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা।দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কীভাবে ওই বাড়িটিতে আগুন লেগে গেল, তা এখনও স্পষ্ট নয়। প্রথমে স্থানীয়রা মনে করেছিলেন গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে পরে দেখা যায় সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে ঠিকই। তবে সেটি বিস্ফোরণ ঘটেনি। গ্যাস সিলিন্ডারটি আপাতত এলাকার পুকুরে ফেলে রাখা হয়েছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ওই বাড়িটিতে কেউ আগুন লাগিয়ে দিল, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। নিহত মহিলার স্বামী ও প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ। রবিবার ঘটনাস্থলে যেতে পারে ফরেনসিক টিম।