Road blockade: দোকান ভাঙচুর ও মারধর করার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ-বিক্ষোভ

0
75

কাঁথি: ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল মহিলা সমিতির সদস্য সহ গ্রামবাসীরা। রবিবার দুপুরে কাঁথি রসুলপুর রাজ্য সড়কে বকুয়াবাঁধে কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় রাজ্য সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে বুঝিয়ে রাস্তা অবরোধ তুলে দেয় কাঁথি থানার পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

সূত্রের খবর, কাঁথি রসলপুর রাস্তায় বকুয়াবাঁধে কাছে রতন গিরি নামে এক ব্যক্তির মুদি দোকান রয়েছে। ওই মুদি দোকানে ওই দম্পতি ব্যবসা করেন। শনিবার সন্ধ্যায় এলাকায় এক কতিপয় যুবক দোকানের মালিক রতন গিরিকে ডেকে নিয়ে যায়। এরপর দোকানের কিছুটা দূরে রতনকে বেধড়ক মারধর করে। ঘটনা জানতে পেরে ছুটে যায় রতনের স্ত্রী ও ছেলে। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে এলে সেখান থেকে চম্পট দেয় কতিপয় যুবক। এরপর গভীর রাত পর্যন্ত বেশ কয়েকজন যুবককে এনে দোকানঘর ভাঙচুর চালায় বলে অভিযোগ।

- Advertisement -

আরও পড়ুন-এবার চিত্তরঞ্জন সেবা সদনে করোনার ছায়া, Covid Positive ৩৬ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

এরপর রবিবার সকালে স্থানীয় মহিলা সমিতির সদস্যরা ও এলাকার বাসিন্দারা একজোট হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় ওই রাজ্য সড়কে। হামলাকারী কতিপয় যুবক এলাকার দাপুটে তৃণমূল নেতার আত্মীয় বলে জানা গিয়েছে। পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় এলাকার বাসিন্দারা। যদিও ওই তৃণমূল নেতা বা কতিপয় যুবকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যদিও এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ কুমার জানা। তিনি বলেন, “এটা কোন রাজনৈতিক ব্যাপার নয়। এটা সমাজ বিরোধীদের কাজ। দীর্ঘদিন ধরে ওই বকুয়াবাঁধে কাছে কিছু সমাজ বিরোধীরা অসামাজিক কাজকর্ম করে চলেছে। তোলা আদায় করা থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলে। পুলিশ আগে সক্রিয় হলে সেটা বন্ধ হয়ে যায়। আবারও সেই সমাজ বিরোধীদের এমন কাণ্ড করছে। পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।”

আরও পড়ুন-অগ্নিগর্ভ ত্রিপুরা, Abhishek-র সাংবাদিক সম্মেলন বয়কট অপমানিত সাংবাদিকদের

আক্রান্ত মুদি দোকানি রতন গিরি বলেন, “শনিবার সন্ধ্যায় দোকান থেকে ডেকে নিয়ে যায়। তারপর বেধড়ক মারধর করে। স্ত্রী ও ছেলেকে মারধর করে। গভীর রাতে কয়েকজন যুবককে নিয়ে আসে দোকান ভাঙচুর চালায়। এর সুবিচার চাই।” মুদি দোকানের স্ত্রী বলেন, “সন্ধ্যায় দোকানের সামনে থেকে স্বামীকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। গভীর রাত পর্যন্ত দোকানে ভাঙচুর চালায়। তারা দাবি করছেন দোকান তুলে নাও আমরা এখানে ক্লাব ঘর করবো।” যদিও এ বিষয়ে কাঁথি থানার পুলিশ আধিকারিক বলেন, “বিষয়টি দুই পক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধান হবে।”