এবার চিত্তরঞ্জন সেবা সদনে করোনার ছায়া, Covid Positive ৩৬ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

0
286

কলকাতা: দেশ জুড়ে থাবা বসিয়েছে মারন ভাইরাস ভাইরাস করোনা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। তারওপর করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে থরহরিকম্প গোটা বিশ্ব। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতাও। একে একে কোভিড পজিটিভ হতে শুরু করেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। চিত্তরঞ্জন শিশু সেবা সদনে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৬ জন।

আরও পড়ুনঃ Pak Terrorist: বছরের শুরু থেকেই সাফল্য, কাশ্মীরে অনুপ্রবেশ রুখে পাক জঙ্গিকে খতম করল সেনা

- Advertisement -

রবিবার সকালেই জানা গিয়েছিল চিত্তরঞ্জন শিশু সেবা সদনে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। সেই সংখ্যাটাই সন্ধ্যায় বেড়ে ৩৬ হয়ে গেল। এই ৩৬ জনের মধ্যে জুনিয়র চিকিৎসক রয়েছেন ২৪ জন। মেডিক্যাল অফিসার রয়েছেন ৪ জন। সিনিয়র চিকিৎসক রয়েছেন ২ জন। অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছেন ২ জন। এছাড়াও ৩ জন নার্সিং স্টাফ ও ১ জন অফিস স্টাফ এই মুহূর্তে কোভিড পজিটিভ।

আরও পড়ুনঃ ISL: এক বছর পর আবারও মাঠে, প্রত্যাবর্তন করতে মরিয়া আনোয়ার আলি

এদিকে, একটা হাসপাতালে এতজন স্বাস্থ্যকর্মী একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবরে নিঃসন্দেহে নতুন করে বেড়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সোমবার হাসপাতালের চিকিৎসা পরিষেবা সাময়িক বন্ধ রাখা হবে। স্যানিটাইজ করা হবে পুরোও হাসপাতাল চত্বর।। অর্থাৎ যে রোগীরা সেখানে ভর্তি রয়েছেন, তাদের  চিকিৎসা হবে, তবে স্বাভাবিক পরিষেবায় কিছুটা রাশ টেনে চিকিৎসা দেওয়া হবে।

করোনার এই নতুন ঢেউয়ে প্রথম থেকে স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য ভবনের। কারণ, এত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যদি কোভিড পজিটিভ হন, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার একটা আশঙ্কা থেকে যায়। শনিবারই দেখা গিয়েছে, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কোভিড নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত হয়েছেন নার্সেস ইউনিটির সম্পাদকও। তিনিএসএসকেএমের অন্তর্গত অ্যানেক্স হাসপাতালে তিনি কর্তব্যরত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আর আহমেদ ডেন্টাল কলেজে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার আরও ৮ জন আক্রান্ত হন। মোট ২১ জনের মধ্যে চিকিৎসক থেকে নার্সিং স্টাফ, সকলেইরয়েছেন। শুক্রবার যে আটজন করোনা আক্রান্ত হন তাঁদের মধ্যে ৬ জন চিকিৎসক রয়েছেন, একজন নার্সিং স্টাফ রয়েছেন। অষ্টম জন লেডিস হস্টেল সুপারের ১৪ বছরের মেয়ে। এমনকী আর আহমেদ ডেন্টাল কলেজের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলের সভাপতি রাজু বিশ্বাসও কোভিড পজিটিভ হন।