রাজ্যের থানাগুলো গুন্ডাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে, বিস্ফোরক দাবি সাংসদের

0
108

ব্যারাকপুর: পশ্চিমবঙ্গের থানা গুলো আর থানা নেই, গুন্ডাদের আশ্রয় স্থলে পরিণত হয়েছে। ঠিক এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পাশাপাশি জগদ্দলে বিজেপির কর্মীদের ওপর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি সাংসদ।

প্রসঙ্গত, জগদ্দল থানা সন্নিকটে বি এল নম্বর ৫ এর একটি মন্দিরের পাশে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাতাহাতি হয়। এই হাতাহাতির ফলে তিনজন গুরুতর আহত হয়। আহতদের নাম বিনোদ চৌধুরী এবং সুবোধ চৌধুরি ও মনোজ চৌধুরী। আহতরা সকলেই বিজেপি সমর্থক।

- Advertisement -

আরও পড়ুন-Rape case: নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মা ও তার প্রেমিক, চাঞ্চল্য বনগাঁয়

এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এখানেই থেমে থাকেনি, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা থানা ঘেরাও ও বিক্ষোভে করে।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ব্যারাকপুরের সাংসদ বলেন, “রাজ্যজুড়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে। এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। থানার পিছনে জায়গাগুলো নোম্যান্সল্যান্ড হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের থানা গুলো আর থানা নেই, গুন্ডাদের আশ্রয় স্থলে পরিণত হয়েছে।”