শিলিগুড়ি: বিজেপি ভেঙেই চলেছে। একের পর এক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন। কলকাতা পুরভোটে পর্যুদস্ত হওয়ার পর যখন জেলার পুরভোটে সঙ্ঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে বিজেপি, তখনই ফের ভাঙনের মুখ পড়তে হল বিজেপিকে।
পুরভোটের পাকমুহূর্তে বিজেপিতে ভাঙন এন.জে.পি এলাকায়। রবিবার ৩৫ নম্বর ওয়ার্ডে গৌতম দেব এবং পাপিয়া ঘোষের নেতৃত্বে শতাধিক বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এই প্রসঙ্গে দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান, ‘শিলিগুড়িতে বিজেপি ,সিপিএম বলে কিছু নেই, একক ভাবে শিলিগুড়ি পুরসভায় ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল।’
আরও পড়ুনঃ হবু কনের আবদার ফেরাতে পারেননি মমতা, সংক্রমণের দাপটেও তাই শিথিল বিয়ের কানুন
রবিবার ৩৫ নম্বর ওয়ার্ড নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায় প্রায় দুইশত বিজেপি এবং সিপিএম কর্মীরা তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ এবং প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এদিনের এই যোগদান অনুষ্ঠানে ৩৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী শম্পা নন্দী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।