বিনোদন ডেস্ক: টলিউডের বেশ চর্চিত মুখ শ্রীলেখা মিত্র। সোস্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা মারা থেকে শুরু করে কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন সমস্ত কিছুর আপডেট দিয়ে থাকেন টলি অভিনেত্রী।তাঁকে ঘিরে নেটিজেনদের সমালোচনার শেষ নেই। বলাবাহুল্য সমালোচনার মধ্যে থাকতেই ভালোবাসেন অভিনেত্রী। বেশ কিছুদিন কোভিড আক্রান্ত হয়ে গৃহবন্দী আছেন তিনি, তবে লাইভে এসে ভক্তদের জানিয়ে দিয়েছেন, তিনি যেমন ছিলেন তেমনই থাকবেন। নাচবেন, গাইবেন যা মন চাইবে তাই করবেন।
যেমনটা বলা ঠিক তেমনই কাজ। এদিন রবিবার কুকুরের সঙ্গে বিস্কুট নিয়ে কাড়াকাড়ি করতে দেখা গেছে অভিনেত্রীকে। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিড়িওটিতে অভিনেত্রীকে বলতে শোনা যায় “জীবনে একটা বিস্কিট ও আমি খেতে পারি না, শান্তি নেই আমার” আর তারপরই হামলে পরে তিনটে মুখ। রীতিমতো টেনে হিচরে বিস্কুট কেড়ে নেয় তাঁর হাত থেকে, অবশেষে অভিনেত্রীর ভাগ্যে জোটে বিস্কুটের একটা ছোট্ট টুকরো।
View this post on Instagram
প্রতিবারের মতো এবারেও শ্রীলেখার পোস্ট কর ভিডিওতে লাইক কমেন্টের সংখ্যা আকাশ ছোঁয়া। কেউ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর’ , আবার কেউ লিখেছেন , ‘আপনার মতো মানুষের খুবই অভাব, যদি সবাই আপনার মতো হতো তাহলে এই অবলা প্রানীদের রাস্তায় এই অবস্থা হতো না’। আপাতত হোম আইসোলেশনেই আছেন শ্রীলেখা। তবে সেই সাথে কনিষ্ক শেঠ, কবিতা শেঠের ‘রাঙ্গ সারি গুলাবি’ গানে কমলা শাড়িতে ট্রেন্ডিং-এ গা ভাসাতে দেখা গেছে অভিনেত্রীকে।