২ সপ্তাহের মধ্যে রাজ্য নথি হস্তান্তর করবে NIA কে, রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় নির্দেশ হাইকোর্টের

0
45
kolkata high court on CBI investigation

কলকাতা: রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দিল কোর্ট।  আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এই সংক্রান্ত যাবতীয় নথি এনআইএকে হস্তান্তর করতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ।

আরও পড়ুন :Weather Update: আবার ফিরবে অসহ্য গরম, কবে থেকে জানাল হাওয়া অফিস

- Advertisement -

রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া-সহ রাজ্যের কয়েকটি এলাকায় ঘটে হিংসার ঘটনা। রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ-কে দিয়ে তদন্তের দাবিতে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন তিনি।

আরও পড়ুন :Horoscope : প্রেম-অর্থ আসতে পারে একইসঙ্গে, কোন কোন রাশিতে আজ দুরন্ত যোগ

গত ১০ এপ্রিল শুনানির দিন হাই কোর্টে এনআইএ (NIA) জানিয়েছিল, তারা ওই অশান্তির ঘটনাগুলির তদন্ত করতে প্রস্তুত। এরপর হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, পুলিশের রিপোর্টে স্পষ্ট, অশান্তি হয়েছে। । পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলে, কারা এই অশান্তির ঘটনায় জড়িত এবং কারা উস্কানি দিয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের প্রয়োজন।  ইন্টারনেট বন্ধ করা নিয়েও প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘‘ওই সব এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এটা কেন? সাধারণত বাইরে থেকে কোনও আক্রমণ হলে ইন্টারনেট বন্ধ রাখা হয়। এই সব ঘটনা সাধারণ মানুষকে চিন্তিত করে।’’